BJP Candidates List: দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, রয়েছে হেভিওয়েট নাম! কার ভাগ্যে শিকে ছিড়ল?
Lok Sabha Election 2024:মোট ৭২টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। কারা পেলেন টিকিট?
কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) জন্য দ্বিতীয় প্রার্থীতালিকা (BJP Candidates List) বের করল বিজেপি। এদিন সন্ধেয় সেই তালিকা বের হয়। সেখানে মোট ৭২টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ বারের প্রার্থী তালিকায় রয়েছে বেশ কিছু হেভিওয়েট নাম।
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর প্রার্থী ঘোষণা করা হয়েছে। এছাড়াও দিল্লির ২টি আসনে, গুজরাতের ৭ টি আসনে, হরিয়ানার ৬টি আসনে, হিমাচল প্রদেশের ২ টি আসনে, কর্নাটকের ২০টি আসনে, মধ্যপ্রদেশের ৫টি আসনে, মহারাষ্ট্রের ২০টি আসনে, তেলঙ্গানার ৬টি আসনে, ত্রিপুরার ১টি আসনে, উত্তরাখণ্ডের ২ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এই তালিকায়।
BJP releases its second list of candidates for the upcoming Lok Sabha elections pic.twitter.com/bpTvxfMkDr
— ANI (@ANI) March 13, 2024
তালিকায় উল্লেখযোগ্য় নাম:
অশোক তানওয়ার- সিরসা- (হরিয়ানা)
মনোহর লাল খট্টর- কার্নাল- (হরিয়ানা)
অনুরাগ সিংহ ঠাকুর- হামিরপুর- (হিমাচল প্রদেশ)
বাসবরাজ বোম্মাই- হাভেরি- (কর্নাটক)
প্রহ্লাদ যোশী- ধারওয়াড়- (কর্নাটক)
তেজস্বী সূর্য- বেঙ্গালুরু দক্ষিণ- (কর্নাটক)
নিতিন গডকড়ী-নাগপুর- (মহারাষ্ট্র)
পীযূষ গোয়েল- মুম্বই উত্তর- (মহারাষ্ট্র)
পঙ্কজা মুন্ডে- বীড়- (মহারাষ্ট্র)
মহারানি কৃতী সিংহ দেববর্মা- ত্রিপুরা পূর্ব- (ত্রিপুরা)
এর আগে প্রথম তালিকায় বাংলার একাধিক আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। প্রথম তালিকায় ছিল বাংলার ২০টি আসনের প্রার্থীর নামও। আসানসোল লোকসভা আসনে নাম বিজেপি নাম ঘোষণা করেছিল ভোজপুরি গায়ক ও নায়ক পবন সিংহের। পরে বহু সমালোচনার কারণে তিনি লড়াই থেকে সরে দাঁড়ান, বিজেপিও নাম প্রত্যাহার করে। ফলে এই পরিস্থিতিতে বাংলার এখনও ২৩ আসনের প্রার্থীর নাম প্রকাশ করা বাকি রয়েছে বিজেপির।
যদিও আজই পবন সিং X হ্যান্ডেলে ট্যুইট করে জানিয়েছেন যে তিনি লোকসভা নির্বাচনে লড়াই করবেন। তবে কোন আসন থেকে লড়বেন তা স্পষ্ট করেননি তিনি। তবে সূত্রের খবর, বিহারের কোনও আসন থেকেই লড়তে পারেন তিনি।
আরও পড়ুন: বিজেপির প্রত্যাবর্তন নাকি বদলের ইঙ্গিত? কী ধরা পড়ল ABP Cvoter সমীক্ষায়?