(Source: ECI/ABP News/ABP Majha)
ABP Cvoter Opinion Poll 2024:বিজেপির প্রত্যাবর্তন নাকি বদলের ইঙ্গিত? কী ধরা পড়ল ABP Cvoter সমীক্ষায়?
Lok Sabha Election: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে কবে? হাতের কর গুণছেন। তার আগে, নাগরিকদের মেজাজের আঁচ বুঝতে জনমত সমীক্ষা করল এবিপি সি ভোটার। কী জানা যাচ্ছে তাতে?
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে কবে? হাতের কর গুণছেন। তার আগে, নাগরিকদের মেজাজের আঁচ বুঝতে জনমত সমীক্ষা করল এবিপি সি ভোটার। কী জানা যাচ্ছে তাতে? একনজরে দেখে নেওয়া যাক। তবে তার আগে একটি কথা খেয়াল করা দরকার। জনমত সমীক্ষার ফলাফল চূড়ান্ত রায়ের কিছুটা আঁচ দিতে পারে বলে মনে করা হলেও বহু ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভুল বলেও প্রমাণিত হয়েছে। তাই নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত ভাবে বলা যায় না। সবথেকে বড় কথা, গণতন্ত্রে মানুষের রায়ই শেষ কথা। তার আগে, এই ধরনের সমীক্ষা থেকে সেই রায়ের একটি আঁচ পাওয়ার চেষ্টা করা হয়।
ফের কি মসনদে এনডিএ?
জম্মু-কাশ্মীর ও লাদাখ...
দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রেই জনমত সমীক্ষা চালিয়েছিল এবিপি সি ভোটার। এর মধ্যে জম্মু ও কাশ্মীরের যে ৫টি আসন রয়েছে, তাতে জনমত সমীক্ষায় পূর্বাভাস কংগ্রেস পেতে পারে ৪৪ শতাংশ ভোট। বিজেপির ঝুলিতে যেতে পারে ৪২ শতাংশ ভোট। পিডিপি এবং অন্যান্যরা ৭ শতাংশ করে ভোট পেতে পারে, জানাচ্ছে এই সমীক্ষা। লাদাখে কিন্তু বিজেপি এগিয়ে থাকতে পারে, পূর্বাভাস এমনই। তাদের ঝুলিতে যেতে পারে ৪৪ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৪১ শতাংশ ভোট ও বাকিদের ঝুলিতে যেতে পারে ১৫ শতাংশ ভোট।
উত্তরাখন্ড...
জনমত সমীক্ষার পূর্বাভাস ভবিষ্যতে যদি মেলে, তা হলে এই রাজ্যে 'ক্লিন সুইপ' হতে পারে বিজেপির। ৫টি আসনেই পদ্ম ফুটতে পারে। অন্য দিকে সমীক্ষায় পূর্বাভাস, খাতা খোলার সম্ভাবনা নেই কংগ্রেসের।
হিমাচল প্রদেশ...
উত্তর ভারতের এই রাজ্যেও কংগ্রেসের জন্য তেমন কোনও আশার আলো নেই জনমত সমীক্ষায়। পূর্বাভাস মিললে এই রাজ্যের ৪টে আসনেই জয়ী হতে পারে বিজেপি। আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় ধরা পড়েছে এই সমীক্ষায়। রাজ্যওয়াড়ি বিচারে হিমাচল প্রদেশেই সবচেয়ে বেশি শতাংশ ভোট পেতে পারে বিজেপি, পূর্বাভাস এবিপি সি ভোটার জনমত সমীক্ষায়। প্রায় ৬৬ শতাংশ ভোট যেতে পারে 'কমল'-এ, হাতচিহ্নে আসতে পারে ৩৩ শতাংশ ভোট। কয়েকদিন আগে রাজ্যসভা সাংসদ নির্বাচন ঘিরে তীব্র রাজনৈতিক টানাপড়েনের সাক্ষী হয় হিমাচল প্রদেশ।
মরুরাজ্য রাজস্থানে যা আন্দাজ...
বিধানসভা নির্বাচনে কংগ্রেস সরকারকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে রাজস্থান। হালের জনমত সমীক্ষার যা ট্রেন্ড, তা সত্যি হলে লোকসভা ভোটেও পদ্মে আস্থা রাখতে চলেছেন মরুরাজ্যের বেশিরভাগ মানুষ। সমীক্ষা অনুযায়ী, ৬০ শতাংশ ভোট পেতে পারে বিজেপি, কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩৯ শতাংশ ভোট। শেষ সাধারণ ভোটেও রাজ্যের ২৫টি লোকসভা কেন্দ্রই পকেটে পুড়েছিল বিজেপি। হিসেব মিলে গেলে এবারও খুব বেশি রদবদল হওয়ার কথা নয়।
গুজরাত...
প্রধানমন্ত্রীর নিজের রাজ্য় ৬৪ শতাংশ ভোট পেতে পারে বিজেপি, উঠে আসছে জনমত সমীক্ষায়। কংগ্রেস সেখানে অনেকটাই পিছিয়ে, পূর্বাভাস এমনই। তাদের ঝুলিতে যেতে পারে ৩৫ শতাংশ ভোট। আসনসংখ্যার নিরিখে পশ্চিমের এই রাজ্যের ২৬টি কেন্দ্রেই পদ্ম ফোটার কথা, ইঙ্গিত তেমনই। বাস্তবে কী হবে, সেটার জন্য অবশ্য় অপেক্ষা ছাড়া গতি নেই।
তামিলনাড়ু...
দক্ষিণ ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-কে কিছুটা আশার আলো দেখাতে পারে তামিলনাড়ু। জনমত সমীক্ষার পূর্বাভাস, এই রাজ্যে ৫৫ শতাংশ ভোট পেতে পারে ইউপিএ। ১১ শতাংশ ভোট যেতে পারে এনডিএ-র ঝুলিতে। আর এআইএডিএমকে ২৮ শতাংশ এবং বাকিরা ৬ শতাংশ ভোট পেতে পারে, বলছে সমীক্ষা। আসন বিচার করলে, এই রাজ্যের ৩৯টি আসনই পেতে পারে কংগ্রেস।
কেরল...
আরব সাগরের উপকূলের এই রাজ্যেও বিজেপির জন্য খুব একটা আশার আলো কিছু নেই, ইঙ্গিত সমীক্ষায়। এখানে ২০ শতাংশ ভোট পেতে পারে বিজেপি, কংগ্রেস-সহ ইউপিএ জোটের ভাগ্যে যেতে পারে ৪৫ শতাংশ ভোট। বামেদের জন্য থাকতে পারে ৩১ শতাংশ ভোট। সব মিলিয়ে এই রাজ্যে যেকটি আসন রয়েছে, তার সবকটিই কংগ্রেসের ঝুলিতে যেতে পারে বলে ইঙ্গিত। লক্ষণীয় বিষয়, এই রাজ্যের গত বারের পর এবারও ওয়েনাড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের রাহুল গাঁধী।
(তথ্যসূত্র: ABP News ও ABP Live Hindi)
(ডিসক্লেমার: বর্তমান সমীক্ষা ও তৎলব্ধ পূর্বাভাসটি CVoter Opinion Poll Computer Assisted Telephone Interview বা 'CATI' ভিত্তিতে যে ৪১ হাজার ৭৬২ জন প্রাপ্তবয়স্কের উপর করা হয়েছিল, তা থেকে পাওয়া গিয়েছে। এঁরা প্রত্যেকে ভোটার-তালিকাভুক্ত। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত সমীক্ষার কাজ চলে। রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে এই সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্যের ভার বিশ্লেষণ করা হয়েছে। রাউন্ডিং এফেক্টের জন্য বহু 'টেবল'-এ যে সংখ্যা রয়েছে, তার যোগফল ১০০ হয়নি। চূড়ান্ত যে তথ্যের উপর বিশ্লেষণ হয়েছে, তা রাজ্যভিত্তিক জনসংখ্যা সংক্রান্ত তথ্যের কমবেশি ১%-র মধ্যে। আমরা মনে করি, এটিই জনমতের ধারার সবথেকে কাছাকাছি। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্র থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। 'এরর মার্জিন' বা ভুলের মাত্রা কম-বেশি ৫ শতাংশ পর্যন্ত গ্রাহ্য করা হয়েছে এবং ৯৫ শতাংশ কনফিডেন্স ইন্টারভ্যালে আমরা আমাদের ভোট শেয়ারের পূর্বাভাস দিয়েছি।)
আরও পড়ুন:প্রকাশ্য সভায় মোদিকে ‘অপয়া’, ‘পকেটমার’ বলে কটাক্ষ! রাহুলকে সতর্ক করল কমিশন