![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Lok Sabha Election 2024: পুরো ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে রেখেছে দিদিমণি, মমতাকে তোপ ঝাড়গ্রামের BJP প্রার্থীর
Jhargram BJP Candidate Attacks Mamata: ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু, গোটা ঘটনার জন্য মমতাকে তোপ দেগে কী প্রতিক্রিয়া ঝাড়গ্রামের BJP প্রার্থীর ?
![Lok Sabha Election 2024: পুরো ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে রেখেছে দিদিমণি, মমতাকে তোপ ঝাড়গ্রামের BJP প্রার্থীর Lok Sabha Election 2024 Jhargram BJP Candidate Pranat Tudu blamed CM Mamata Banerjee on Garhbeta Chaos Lok Sabha Election 2024: পুরো ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে রেখেছে দিদিমণি, মমতাকে তোপ ঝাড়গ্রামের BJP প্রার্থীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/25/667a0b9625fc42a42d70da2075291b041716634118368484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
গড়বেতা: ঝাড়গ্রাম লোকসভার (Jhargram Lok Sabha Constituency) গড়বেতার মোগলাপোতায় ধুন্ধুমার। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণত টুডু ( Jhargram BJP Candidate Pranat Tudu)। বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথরবৃষ্টির অভিযোগ। গোটা ঘটনায় বিজেপি প্রার্থী প্রণত টুডু, রাজ্যের মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee)তোপ দেগেছেন। বলেছেন,'পুরো ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে রেখেছে দিদিমণি।'
প্রণত টুডু বলেছেন, আপনারা এখানে দেখছেন যে, কীভাবে গো ব্যাক স্লোগান দিচ্ছে! যেটা আমার কাছে খবর এসেছিল, যে আমাদের ভোটাদেরকে ভোট দিতে দিচ্ছিল না। এদিকে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। এখানে পুলিশ প্রশাসন বলে কি কিছু নেই ? আমি দশবার করে ডিএম-কে ফোন করেছি, যে একটু দেখুন এখানে। এই যদি পুলিশ প্রশাসনের কাজ হয় তাহলে কী করে হবে ? আমাদের কোনও প্ররোচনা ছিল না। সব তৃণমূলের লোকজনগুলিই এগুলি শুরু করেছে। পুরো ঝাড়গ্রামটাকে সন্দেশখালি বানিয়ে রেখেছে তৃণমূলের লোকেরা। ভোটার যাতে করে ভোট এখানে না দিতে পারে, সেটার জন্য ব্যবস্থা করেছে। আমি এসেছি, পুলিশ এসেছে, মিডিয়া এসেছে। তারপরেও এগুলি চলছে। পুরো ঝাড়গ্রামটাকে সন্দেশখালি বানিয়ে রেখেছেন বাংলার দিদিমণি।' যদিও অপরদিকে বিক্ষোভকারীদের বক্তব্য, 'এলাকায় বিজেপি প্রার্থী এসেই গন্ডোগোল করার চেষ্টা করছে। '
ঝাড়গ্রাম লোকসভার গড়বেতার মোগলাপোতায় তুলকালাম। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন এদিন বিজেপি প্রার্থী প্রণত টুডু। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথরবৃষ্টিও করা হয়েছে বলে অভিযোগ। ইটের ঘায়ে মাথা ফাটে প্রার্থীর নিরাপত্তা রক্ষী CISF জওয়ানের। এবিপি আনন্দর গাড়িও ভাঙচুর করা হয়। পালিয়ে বাঁচেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। এবিপি আনন্দর গাড়িতে এলাকা ছাড়েন দুই CISF জওয়ান। গড়বেতার ১৯৮ ও ২০০ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে যান প্রণত টুডু। বুথের ৫০ মিটারের মধ্যে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। ওঠে গো ব্যাক স্লোগান। নিরাপত্তা রক্ষী না থাকলে বেঁচে ফিরতে পারতেন না, প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি, দাবি বিজেপি প্রার্থীর। তাণ্ডবের পর বেশ কিছুক্ষণ পর ওই গ্রামে যায় QRT। গড়বেতার ঘটনায় অ্যাকশন টেকন রিপোর্ট চায় কমিশন। আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ CEO-র।
আরও পড়ুন, ফের ঘূর্ণিঝড়ের অশনিসঙ্কেত, সন্ধেয় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)