Loksabha Election 2024: শেষ দফার ভোটে আরও কড়াকড়ি, নজরদারি জোরদার করল কমিশন
Loksabha Poll 2024: সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে ভোট। একধাপে QRT-র সংখ্যা বেড়ে হল ১ হাজার ৯৫৮।
![Loksabha Election 2024: শেষ দফার ভোটে আরও কড়াকড়ি, নজরদারি জোরদার করল কমিশন Loksabha Election 2024 7th Phase Voting Election Commission Of India strengthened surveillance through webcasting Loksabha Election 2024: শেষ দফার ভোটে আরও কড়াকড়ি, নজরদারি জোরদার করল কমিশন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/31/45b9eaa947b7bb4187c9d8041d626e8f171713294888151_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রুমা পাল, কলকাতা: শেষ দফার ভোটে (Loksabha Election 2024) ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন ( Election Commission Of India)। সূত্রের খবর, বুথে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণও বন্ধ রাখতে বলা হয়েছে। ভোটগ্রহণের সময় ক্যামেরা সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে। কোনও কারণে ওয়েবকাস্টিং বন্ধ হলে জবাব দিতে হবে প্রিসাইডিং অফিসারকেই। কমিশন সূত্রে খবর, গাফিলতি নজরে আসলে সরিয়ে দেওয়া হবে প্রিসাইডিং অফিসারকে। বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হতে পারে।
শেষ দফায় প্রস্তুতি: সপ্তম দফায় (Loksabha Election 2024 7th Phase Voting) রাজ্যের ৯ কেন্দ্রে ভোট। কাল ভোট রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, ডায়মন্ডহারবার, মথুরাপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে।একধাপে QRT-র সংখ্যা বেড়ে হল ১ হাজার ৯৫৮। এর মধ্যে কলকাতায় থাকছে ৬০০ কুইক রেসপন্স টিম। ৭২টি বহুতল থেকে নজরদারি চালাবে কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ। পাশাপাশি, গোসাবা, সন্দেশখালির মতো জায়গায় ড্রোনে নজরদারি চালান হবে বলে খবর নির্বাচন কমিশন সূত্রে। সপ্তম দফার নির্বাচনে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। সপ্তম দফায় রাজ্যের ৯ কেন্দ্রে ভোট মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৩ হাজার ৭৪৮টি।
লোকসভা কেন্দ্র | বুথ | স্পর্শকাতর বুথ |
দমদম | ১ হাজার ৭৯২ | ৫৭২ |
বারাসাত | ১ হাজার ৯৯১ | ২৭০ |
বসিরহাট | ১ হাজার ৮৮২ | ১০৯৬ |
জয়নগর | ১ হাজার ৮৭৯ | ৬৮৬ |
মথুরাপুর | ১ হাজার ৮৯৮ | ৪২০ |
ডায়মন্ড হারবার | ১ হাজার ৯৬১ | ১৯৮ |
যাদবপুর | ২ হাজার ১২০ | ৩২৩ |
কলকাতা দক্ষিণ | ২ হাজার ০৭৮ | ১১৭ |
কলকাতা উত্তর | ১ হাজার ৮৬৯ | ৬৬ |
শেষ দফার ভোটের প্রস্তুতি: কাল শেষ দফার ভোট। DCRC কেন্দ্রগুলিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ভোটকর্মীরা এসে পৌঁছচ্ছেন। ভোটের আগের দিন সল্টলেকে ঢোকা বা বেরনোর সময় প্রতিটি গাড়ির তল্লাশি চলছে। প্রতিটি গেস্টহাউসে গিয়েও তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: ইভিএমে কারচুপির চেষ্টার অভিযোগ, সপ্তম দফা ভোটের আগে ধুন্ধুমার তমলুকে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)