Loksabha Election 2024: পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট জমা দিতে চাপ! কমিশনে অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের
পুলিশের রাজনীতিকরণ ঠেকাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিল রাজ্য় সরকার।
রুমা পাল, কলকাতা: পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের বিরুদ্ধে পুলিশ কর্মীদের ভোটার কার্ড ও পোস্টাল ব্য়ালট জমা দিতে নির্দেশ দেওয়ার অভিযোগ (Loksabha Election 2024)। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল সংগ্রামী যৌথ মঞ্চ। কমিশনে একই অভিযোগ জানিয়েছে বিজেপিও।
পুলিশ কর্মীদের পোস্টাল ব্যালট জমা দিতে চাপ দেওয়ার অভিযোগ: পুলিশের রাজনীতিকরণ ঠেকাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছিল রাজ্য় সরকার। লোকসভা ভোট চলাকালীন সেই বোর্ডের বিরুদ্ধেই পুলিশ কর্মীদের ভোটার কার্ড ও ব্য়ালট জমা দিতে নির্দেশ দেওয়ার অভিযোগ উঠল। যা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল সংগ্রামী যৌথ মঞ্চ ও বিজেপি। কমিশনে জমা দেওয়া অভিযোগপত্রে ডিএ আন্দোলনকারী সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের দাবি,পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য়দের ভোটার কার্ড ও ব্য়ালট পেপার জমা দিতে চাপ দেওয়া হচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের আরও দাবি, পুলিশ কর্মীদের একাংশের অভিযোগ ও অন্য়ান্য় সূত্র থেকে এই ঘটনা জানতে পেরেছেন তারা। সরকারি কর্মীদের এই সংগঠনের অভিযোগ, এই নির্দেশ অবাধ নির্বাচনের প্রক্রিয়া ব্য়াহত করে এবং তা নির্বাচনী বিধি লঙ্ঘনের সামিল।
সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য অর্জুন সেনগুপ্ত বলেন, “শহিদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের যে অবস্থান মঞ্চ সেখানে সুষ্ঠু নির্বাচন ও ভোট কর্মীদের নিরাপত্তায় হেলপ ডেস্ক করেছি। সেই হেল্প ডেস্কে একাধিক পুলিশ কর্মী আমাদের কাছে অভিযোগ করেছেন, নাম প্রকাশ্য়ে তারা অনিচ্ছুক, যে তাদের যে পোস্টাল ব্য়ালট সেগুলো পশ্চিমবঙ্গের বর্তমানে সবথেকে ক্ষমতাশীল রাজনৈতিক পক্ষ রয়েছে তারা বলপূর্বক তাদের সেই পোস্টাল ব্য়ালট সই করিয়ে নিয়ে যাচ্ছে। যাতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট করতে পারে।’’
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে সংগ্রামী যৌথ মঞ্চ দাবি তুলেছে, পুলিশ কর্মীদের প্রিসাইডিং অফিসারের সামনে ভোট দেওয়ার ব্য়বস্থা করতে হবে। পুলিশ কর্মীদের ভোটদানের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে। তাদের কেন্দ্রে কবে ভোট এবং কোথায় ভোটগ্রহণ হবে তা প্রত্য়েক পুলিশ কর্মীকে জানাতে হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সংগ্রামী যৌথ মঞ্চ ও বিজেপির এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: East Midnapore: রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসদের মারধর, ধুন্ধুমার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে