এক্সপ্লোর
বিজেপিতে যোগ দিলেন আদিত্যনাথের গোরক্ষপুরে গত বছর জয়ী সপা সাংসদ নিশাদ নেতা, তেলঙ্গানার প্রাক্তন কংগ্রেসি এমপি

নয়াদিল্লি: ২০১৯-এর লোকসভা নির্বাচনে শাসক, বিরোধী-দুই শিবিরের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে বিজেপির মুখে হাসি ফুটিয়ে কংগ্রেস, সমাজবাদী পার্টি (সপা) থেকে দুজন তাদের দলে সামিল হলেন। ভোটপর্ব শুরু হওয়ার মুখে বৃহস্পতিবার বিজেপিতে নাম লেখালেন গোরক্ষপুরের সপা এমপি প্রবীণ কুমার নিশাদ ও তেলঙ্গানার প্রাক্তন কংগ্রেসি সাংসদ আনন্দ ভাস্কর রাপোলু। দুজনেই নিজের নিজের এলাকায় যথেষ্ট প্রভাবশালী, ওজনদার রাজনীতিক, তাঁরা কেন্দ্রের মোদি সরকারের নীতির ওপর আস্থা, বিশ্বাসে ভর করেই বিজেপিতে যোগ দিলেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জে পি নাড্ডা। রাপোলু পৃথক তেলঙ্গানা রাজ্যের দাবিতে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। গত মাসেই কংগ্রেস ছাড়েন তিনি। প্রবীণ গত বছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শক্তিশালী দূর্গ বলে পরিচিত গোরক্ষপুরে উপনির্বাচনে বিজেপিকে রুখতে তৈরি সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টি জোটের প্রার্থী হিসাবে লড়ে জয়ী হন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন সমাজবাদী পার্টির টিকিটে। প্রবীণের বাবা সঞ্জয় নিষাদ নিষাদ পার্টির প্রধান। কিন্তু সম্প্রতি সঞ্জয়ের সঙ্গে সমাজবাদী পার্টির মতপার্থক্য প্রকাশ্য এসেছে। অখিলেশ সিংহ যাদবের পার্টির ইচ্ছা ছিল, তিনি তাদের প্রতীকে ভোটে লড়ুন। কিন্তু সঞ্জয় গোঁ ধরেন, তিনি নিজের দলের প্রতীকেই লড়বেন। শেষ পর্যন্ত তিনি অখিলেশ, মায়াবতীর জোট ছেড়ে বেরন, দেখা করেন আদিত্যনাথের সঙ্গে। বিজেপি এখনও গোরক্ষপুরে তাদের প্রার্থীর নাম জানায়নি। রাজনৈতিক মহলের অনুমান, প্রবীণ তাদের দলে যোগ দেওয়ার পর নিশাদ সম্প্রদায়ের ভোট কব্জা করে হারানো গোরক্ষপুর পুনর্দখলের চেষ্টা করবে বিজেপি। এ নিয়ে অখিলেশের কটাক্ষ, এই ডিলে বিজেপির লোকসান হবে। প্রবীণের বিজেপিতে যোগদানের পিছনে টাকা দেওয়া নেওয়ার অভিযোগও করেন তিনি। বলেন, গত বছর গোরক্ষপুরের মানুষ সপা-বসপা জোটকে ভোট দিয়েছেন, প্র্রবীণ নিশাদকে নয়। নিষাদ গোরক্ষপুর মন্দিরের ‘মহাধীশে’র ‘প্রসাদ’ পেয়েই বিজেপিতে গেলেন। উনি কি একাই পুরোটা খাবেন না বাকিদেরও দেবেন?
‘विकास’ पूछ रहा है: गोरखपुर में सांसद जी को मठाधीशी का जो झोला भर प्रसाद मिला है, क्या उसे वो पूरा गटक जाएंगे या किसी से बाँटेंगे भी?
ये भाजपा का घाटे का सौदा है क्योंकि जनता ने सांसद को नहीं, उनके पीछे एकजुट महागठबंधन को जिताया था. चुनाव में इन मौसेराें की नैया डूबना तय है.
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 4, 2019
নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট





















