এক্সপ্লোর
শিক্ষিত যুবকদের পকোড়া বেচতে বলা সরকার চায় না মানুষ, মোদিকে কটাক্ষ মায়াবতীর
‘চাকরি দেওয়ার বদলে সরকার যুবকদের পকোড়া ও চা বিক্রি করতে বাধ্য করে এবং চৌকিদারি করায়।’

লখনউ: যুবকদের পকোড়া ও চা বিক্রি করার পরামর্শ দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। ট্যুইট করে তিনি বলেছেন, ‘দেশের ১৩০ কোটি মানুষ, বিশেষ করে শিক্ষিত যুবকরা এবং বেকাররা এমন একটি সরকার চায় না যার চিন্তা-ভাবনাই ভুল। চাকরি দেওয়ার বদলে সরকার যুবকদের পকোড়া ও চা বিক্রি করতে বাধ্য করে এবং চৌকিদারি করায়। এই সরকারের নীতি জন-বিরোধী।’
देश की 130 करोड़ जनता व खासकर करोड़ों शिक्षित युवाओं व बेरोजगारों को ऐसी गलत सोच वाली बीजेपी सरकार कतई नहीं चाहिए जो उन्हें रोजगार देने के बजाए पकौड़े व चाय बेचने तथा चैकीदारी आदि करने के लिए मजबूर करती हो व वैसी ही घातक जनविरोधी नीति अपनाती हो।
— Mayawati (@Mayawati) April 23, 2019
অন্য একটি ট্যুইটে ভোটারদের উদ্দেশে মায়াবতী লেখেন, ‘ভোটদান আপনাদের অমূল্য সাংবিধানিক অধিকার। এর মাধ্যমে আপনারা পছন্দের সরকার তৈরি করতে পারেন। সেই সরকার আপনাদের স্বার্থে কাজ করবে এবং আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি এনে দেবে।’ নির্বাচন 2025 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















