Nawsad Siddique : 'বিধায়ককে তাঁর নির্বাচনী কেন্দ্রে যেতে দিতে বাধা কোথায় ?' পুলিশের সঙ্গে বচসা নৌশাদের

Panchayat Election News Post Poll Violence : পঞ্চায়েত ভোটের সর্বশেষ আপডেট এক নজরে

ABP Ananda Last Updated: 14 Jul 2023 08:05 PM
Nawsad Siddique : 'বিধায়ককে তাঁর নির্বাচনী কেন্দ্রে যেতে দিতে বাধা কোথায় ?' পুলিশের সঙ্গে বচসা নৌশাদের
Panchayat Election : কর্তব্যরত পুলিশের কাছে, তাঁকে কেন যেতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে লিখিত বয়ানও দাবি করেন নৌশাদ সিদ্দিকি। Read More
Panchayat Poll 2023: ব্যালট খেয়ে ফেলা 'মহাদেবের' এলাকায় এবার 'ব্যালট মিষ্টি' !
Ballot sweets in TMC Candidate Mahadeb Mati's Poll Area:পঞ্চায়েত ভোটে অশোকনগরের এক মিষ্টি বিক্রেতা এবার বানিয়ে ফেললেন 'ব্যালট মিষ্টি।' Read More
Calcutta High Court: হাইকোর্টের রায়ের উপরই পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভরশীল, সমস্ত জেলাশাসককে চিঠি নির্বাচন কমিশনের
Panchayat Election 2023: 'যাঁরা পঞ্চায়েতে জয়ী, তাঁদের ভবিষ্যৎ নির্ভর করবে কলকাতা হাইকোর্টের রায়ের ওপর', সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। Read More
Panchayat Poll 2023:'পুলিশ কর্মীদের শারীরিক হেনস্থা ও গাড়ি ভাঙচুর', গ্রেফতার BJP সদস্য- সহ ৩
BJP Worker Arrested on Vandalizing Police Car and Physical Abuse: ভোট সন্ত্রাস অব্যহত । এবার গুরুতর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনা জেলায়। বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। Read More
Panchayat Election 2023:বিজয় মিছিল ঘিরে তৃণমূলের 'অন্তর্দ্বন্দ্ব', ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু মায়ের
Mother Dies While Trying To Save Son: এবার বিজয় মিছিল ঘিরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে প্রাণহানির অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু মায়ের, অভিযোগ পরিবারের। Read More
Panchayat Top 5 News:বাম জমানার থেকেও খারাপ অবস্থা, আক্রমণ রবিশঙ্করের, পুলিশকে আক্রমণ তাপস রায়ের, পঞ্চায়েতের ৫ খবর
বাম জমানার থেকেও খারাপ অবস্থা: রবিশঙ্কর প্রসাদ 
পুলিশকে আক্রমণ তৃণমূল বিধায়কের
ভাঙড়ে যাওয়ার আগেই বাধা নৌশাদকে..
একনজরে পঞ্চায়েতের ৫ গুরুত্বপূর্ণ খবর Read More
Panchayat Poll News 2023 : সিপিএম থেকে জয়ী হওয়া একমাত্র সদস্য যোগ দিলেন তৃণমূলে

সিপিএম থেকে জয়ী হওয়া একমাত্র সদস্য যোগ দিলেন তৃণমূলে। এর ফলে বিরোধীশূন্য হল পুরুলিয়ার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েত। উন্নয়নের স্বার্থেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি দলত্যাগী সিপিএম প্রার্থীর

Post Poll Violence:আজ নন্দীগ্রামে শান্তিমিছিল তৃণমূলের

আজ নন্দীগ্রামে শান্তিমিছিল তৃণমূলের। পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর এবার নন্দীগ্রামে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তারই প্রতিবাদে শান্তিমিছিল তৃণমূলের।

Panchayat Poll News 2023 : 'বাম জমানার থেকেও এখন খারাপ অবস্থা', কোচবিহারে গিয়ে মমতাকে ক্ষুরধার আক্রমণ রবিশঙ্করের
Panchayat Election News Central Fact Finding Committee : পঞ্চায়েত-পর্বে হিংসার খতিয়ান নিতে রাজ্য়ে এসেছে বিজেপির কেন্দ্রীয় দল। Read More
Post Poll Violence: 'একটা অংশ অযোগ্য, আরেকটি অংশ মজা দেখছে, পুলিশকে আক্রমণ TMC বিধায়কের
Tapas Roy: ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত, মৃত্যু হয়েছে ২১ জন তৃণমূল কর্মীর। এবার, সেই আক্ষেপের কথাই ঝরে পরল তৃণমূল বিধায়ক তাপস রায়ের গলায়। Read More
Suvendu Adhikari : 'বর্ষায় আশ্রয়ের জন্য মরিয়া হয়ে ঘর খুঁজছেন বিজেপি প্রার্থী...এটাই কি গণতন্ত্র?'প্রশ্ন শুভেন্দুর
ট্যুইটে শুভেন্দু লিখলেন, ভোটে অংশ নেওয়ায় শাসকের অত্যাচার, এটাই কি গণতন্ত্র?                  Read More
Panchayat Election Result: তৃণমূলকে রুখতে বোর্ড গঠনে বামেদের ডাক বিজেপির, 'আপত্তি' নেই বামেদেরও
North 24 Parganas: পঞ্চায়েতে মোট আসন ২৪টি। এর মধ্যে তৃণমূল পেয়েছে ১০টি আসন। বিজেপির দখলে ৭, সিপিএমের ৪, ফরওয়ার্ড ব্লকের ২টি ও নির্দল প্রার্থী একটি আসনে জিতেছে। Read More
Panchayat Poll 2023: পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যপালকে রিপোর্ট পাঠালেন রাজ্য নির্বাচন কমিশনার
Panchayat Elections 2023: রিপোর্টে বলা হয়েছে, পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতেই চিহ্নিত করা হয় স্পর্শকাতর বুথ। Read More
Panchayat Poll 2023 : ' না হলে তো আমরা না খেয়ে মরব ' জয়ী বিজেপি প্রার্থীর কাছে ডুকরে উঠলেন চিরঞ্জিতের মা
Panchayat Poll Violence : 'রোজগারের ছেলে আমার চলে গেছে। আমার এখন সংসারটা কে দেখবে?', ডুকরে উঠলেন নিহত চিরঞ্জিত কারজির মা দুলালি কারজি।  Read More
Panchayat Election 2023: সুরক্ষার আশ্বাস, বিজেপি এবং সিপিএমের ঘরছাড়া কর্মীদের ফেরাল কোচবিহার পুলিশ
স্বজন হারানোর বেদনা। সন্তানহারা মায়ের কান্না।পঞ্চায়েত ভোটের দিন বেলাগাম সন্ত্রাস।অশান্তি হয়েছিল কোচবিহারের দিনহাটা থেকে তুফানগঞ্জে। Read More
West Bengal Panchayat Post Poll violence : ৩৭ দিন, ৪৯ মৃত্যু! NRS-এ মৃত্যু হল মুর্শিদাবাদের তৃণমূল কর্মীর
West Bengal Panchayat News : ভোট ঘিরে বেলাগাম সন্ত্রাস! ৩৭দিনে প্রাণ হারালেন ৪৯ জন! Read More

প্রেক্ষাপট

পঞ্চায়েত ভোটের সর্বশেষ আপডেট এক নজরে : 

১৫ বুথে পুনর্নির্বাচন : 
 ফলপ্রকাশের পর ফের পঞ্চায়েতের পুনর্নির্বাচন। ভোট গণনা চলাকালীন তাণ্ডবের অভিযোগ। সাঁকরাইলের ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত রাজ্য় নির্বাচন কমিশনের। তবে কবে ভোট হবে এখনও জানায়নি কমিশন।

শেষরক্ষা হল না :  ব্য়ালট খেয়েও হল না শেষরক্ষা। ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতে পুনরায় ভোট হবে। ভোট গণনা চলাকালীন তৃণমূল প্রার্থী মহাদেব মাটির বিরুদ্ধে ব্যালট পেপার খেয়ে ফেলার অভিযোগ তোলেন সিপিএম প্রার্থী। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল প্রার্থী।


আমডাঙায় বাম-বিজেপির বোর্ড? বোর্ড গঠন করা থেকে তৃণমূলকে রুখতে ত্রিশঙকু আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েতে বামেদের হাত ধরতে চাইছে বিজেপি। মতাদর্শগত মিল না থাকলেও মিলিজুলি বোর্ড গঠনে আপত্তি নেই বামেদেরও। এনিয়ে বাম-বিজেপিকে নিশানা করেছে তৃণমূল।


ISF প্রার্থীর বাড়িতে 'হামলা' দেগঙ্গায় পরাজিত আইএসএফ প্রার্থীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর নেতৃত্বে হামলার অভিযোগ। নিজেরাই ভাঙচুর করেছে, পাল্টা দাবি শাসকদলের জয়ী প্রার্থীর।

সাক্ষীকে 'খুনের চেষ্টা' : একুশের বিধানসভা ভোটের পর বারাসাতের বিজেপি নেতা মহম্মদ আলি খুনের অন্যতম প্রত্যক্ষদর্শী ও সাক্ষীকেই খুনের চেষ্টার অভিযোগ। গ্রেফতার অভিযুক্ত তৃণমূলকর্মী। যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা।


রাজারহাটে বোমা উদ্ধার : রাজারহাটের হুদেরাইট এলাকায় ৮ টি তাজা বোমা উদ্ধার। ফাঁকা মাঠের মধ্যে ব্যাগ ভর্তি বোমাগুলি পড়ে ছিল। রাজারহাট থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। (টুলটুল)


সিঙ্গুরেও পুনর্নির্বাচন : ভোট গণনার দিন তৃণমূলের বিরুদ্ধে ব্য়ালট লুঠের অভিযোগে স্থগিত হয়ে যায় গণনা। সিঙগুরের সেই বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর সংসদে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত রাজ্য় নির্বাচন কমিশনের।

সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা : এবার হুগলির হরিপালে ভোট পরবর্তী হিংসার। তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএম সমর্থকদের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ উঠেছে। শাসকদলকে বদনাম করার চক্রান্ত, পাল্টা দাবি করেছে তৃণমূল। 

আক্রান্ত কর্মীদের পাশে : বাসন্তীতে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং কমিটির সদস্য়রা। কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে দলে দলে অভিযোগ জানালেন আক্রান্ত বিজেপি কর্মীরা। কর্মীদের একাংশের ক্ষোভের মুখেও পড়লেন বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের সদস্য়রা।


বিস্ফোরণে জখম ৪ : ফের বিস্ফোরণে কাঁপল ভাঙড়। চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামে বিস্ফোরণে জখম ৪ আইএসএফ কর্মী। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ, প্রাথমিক অনুমান পুলিশের।


তৃণমূলকর্মীর বাড়িতে 'বোমাবাজি' : কুলপিতে তৃণমূলকর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ভোটে জয়ের পর তাঁদের প্রার্থীরাই ভয়ে ঘরছাড়া, পাল্টা দাবি কংগ্রেসের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।


আজ কোচবিহারে কেন্দ্রীয় দল : আজ কোচবিহারে বিজেপির ফ্য়াক্ট ফাইন্ডিং টিমের সদস্য়রা। যাবেন ভোট পরবর্তী হিংসায় আক্রাম্ত দলীয় কর্মীদের বাড়ি। কথা বলবেন আক্রান্ত ও নিহতদের পরিবারের সদস্য়দের সঙ্গে।

অবশেষে ঘরে ফেরা : ভোট পরবর্তী হিংসা থেকে প্রাণে বাঁচতে আশ্রয় নিয়েছিলেন অসমে। ৫দিন পর অবশেষে বিজেপি ও সিপিএমের কর্মী ও প্রার্থীদের ঘরে ফেরাল কোচবিহার পুলিশ। বাড়ি ফিরলেও তাড়া করছে আতঙ্ক।

আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্য়ু : ভোট সন্ত্রাসে মৃত্য়ুর সংখ্যা ফের বাড়ল। কোচবিহারের এম জি এন মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্য়ু হল আক্রান্ত বিজেপি কর্মী জয়ন্ত বর্মনের। ভোটের আগের রাতে তৃণমূলের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ ওঠে।


গণনাকেন্দ্রে পড়ে ব্য়ালট পেপার : গণনাকেন্দ্রের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে ব্য়ালট পেপার। মাটিতে লুটাচ্ছে বিরোধী প্রার্থী ভোট পাওয়া ব্য়ালট পেপার ও বাতিল হওয়া ব্য়ালট পেপার। সাঁতুড়িতে, মুরাডি আরএসবিপি হাইস্কুলের ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক। এনিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর।

সার্টিফিকেট ফেরাতে 'চাপ' : বানারহাটে প্রশাসন ও তৃণমূলের বিরুদ্ধে দলের জয়ী ২ প্রার্থীকে সার্টিফিকেট ফেরাতে চাপ দেওয়ার অভিযোগ সিপিএমের। আতঙ্কে ঘরছাড়া সিপিএম প্রার্থীরা। অভিযোগ অস্বীকার শাসক দলের। তবে প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.