এক্সপ্লোর
Advertisement
মোদির বায়োপিকের দ্রুত মুক্তি কামনা করে সিরডির মন্দিরে পূজো দিলেন বিবেক ওবেরয়
মোদির বায়োপিকের দ্রুত মুক্তি কামনা করে সিরডির সাইবাবার মন্দিরে পূজো দিলেন বিবেক ওবেরয়। ছবির প্রধান চরিত্রে নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শনিবার মহারাষ্ট্রের আমেদাবাদের এই বিখ্যাত মন্দিরে পূজো দেন বিবেক।
সিরডি: মোদির বায়োপিকের দ্রুত মুক্তি কামনা করে সিরডির সাইবাবার মন্দিরে পূজো দিলেন বিবেক ওবেরয়। ছবির প্রধান চরিত্রে নরেন্দ্র মোদির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। শনিবার মহারাষ্ট্রের আমেদাবাদের এই বিখ্যাত মন্দিরে পূজো দেন বিবেক।
পূজো শেষ করে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নরেন্দ্র মোদির বায়োপিক অনুপ্রেরণামূলক ছবি। একজন চা-ওয়ালার দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্প আছে এই ছবিতে যা যুব সমাজকে উদ্বুদ্ধ করবে বলে দাবি অভিনেতার।
গত মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিএম নরেন্দ্র মোদি’-র। কিন্তু নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার জন্য ভোটের আগে ছবির মুক্তি পিছিয়ে দেয় নির্বাচন কমিশন।
কংগ্রেস এবং অন্যান্য দলের অভিযোগে মামলাটির প্রতি বিশেয় নজর দেয় সুপ্রিম কোর্ট। পুরো ছবি দেখার পর মুক্তির স্থগিতাদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট।
বিবেক বলেন, এই ছবি মমতা ব্যানার্জী থেকে রাহুল গাঁধী প্রত্যেকেই পছন্দ করবেন। তিনি আরও বলেন, রাজ ঠাকরেকে তাঁরা সবাই ছবি দেখতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি কেন এই ছবির বিরোধিতা করছেন! লোকসভা ভোটের আগে উমঙ্গ কুমারের এই সিনেমাই এখন বিনোদন ছাড়িয়ে রাজনীতির জগতে রীতিমতো চর্চার বিষয়।
নির্বাচন ২০২8 (Elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement