WB Election 2021: দলবিরোধী কাজের অভিযোগ, রায়গঞ্জে বহিস্কৃত তৃণমূল কাউন্সিলর
বুধবার বিকেলে রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। সেখানেই অসীম অধিকারীকে দল থেকে বহিস্কারের ঘোষণা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: দলবিরোধী কার্যকলাপ এবং দীর্ঘদিন ধরে দলে নিস্ক্রিয় থাকার অভিযোগ। রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারীকে তৃণমূল থেকে বহিষ্কার করা হল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
বুধবার বিকেলে রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। সেখানেই অসীম অধিকারীকে দল থেকে বহিস্কারের ঘোষণা করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি এও বলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভা কর্তৃপক্ষকে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। যদিও এই মুহুর্তে বহিস্কৃত তৃণমূল কাউন্সিলর রায়গঞ্জে না থাকায় তাঁর কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে মোবাইলে তাঁর সাথে যোগাযোগ করা হলে তিনি বহিস্কারের খবর জানেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত এলাকায়। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, যেদিন থেকে এই জেলার প্রাক্তন দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে গিয়েছেন সেদিন থেকেই মোটামুটিভাবে রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অসীম অধিকারী বিজেপির সঙ্গে এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। গত কয়েকদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের কোনও মিটিং মিছিল বা কর্মসূচিতে আসছিলেন না। তাঁকে বহুবার সতর্ক করা হয়েছিল এবং নোটিশও দেওয়া হয়েছিল। কিন্তু তৃণমূল শীর্ষ নেতৃত্বের আদেশ অমান্য করে দল বিরোধী কাজ করে চলছিলেন। ২৭ শে মার্চ পর্যন্ত তাঁকে সময় দেওয়া হয়েছিল। তিনি নিজেই ৩১ শে মার্চ পর্যন্ত সময় চেয়েছিলেন। আমরা বুধবার ৩১ শে মার্চ পর্যন্ত দেখলাম তিনি দলের সাথে কোনও যোগাযোগ করেননি। তাই জেলা কমিটি বৈঠকে বসে অসীম অধিকারীকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়। কানাইয়ালাল আগরওয়াল বলেন, আজ থেকে অসীম অধিকারী তৃণমূল কংগ্রেস দলের কেউ নন। তাঁকে দল থেকে বহিষ্কার করা হল।