WB Election 2021: নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু
ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর অশীতিপর মা-ও!
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর ৮০ বছরের মায়ের মৃত্যু। গতকাল রাতে বাড়িতেই মৃত্যু হয় ওই বৃদ্ধার। ২৬ ফেব্রুয়ারি, ভোটের নির্ঘণ্ট ঘোষণার রাতে নিমতায় বাড়িতে ঢুকে বিজেপি কর্মী ও তাঁর মাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
বেশ কিছুদিন বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধা। তিনদিন আগে বাড়িতে ফেরেন। আজ সকালে বাড়িতে যান উত্তর দমদম বিধানসভার বিজেপি প্রার্থী অর্চনা মজুমদার।
গেরুয়া শিবিরের অভিযোগ, ওই ঘটনার জেরেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাল্টা দাবি, বৃদ্ধা অসুস্থ ছিলেন, এর পিছনে রাজনীতি নেই।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে এলাকারই বাসিন্দা তথা বিজেপি কর্মী এক যুবককে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর অশীতিপর মা-ও!
এই ঘটনা ঘিরে শোরগোল পরে যায় এলাকায়। সোমবার রাতেই আক্রান্তের বাড়িতে যান শুভেন্দু অধিকারী ও অর্জুন সিং।
মালদার সভা থেকে এ নিয়ে সুর চড়াতে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। বলেন, নিমতায় এক মাকে মেরেছে, মুখে কালশিটের দাগ, ২ মাস পর যখন ক্ষমতায় আসবে বিজেপি, যারা মারছে তাঁদের অবস্থাও ওরকম হবে।
এই প্রেক্ষাপটে এদিন আক্রান্তের বাড়িতে যান স্থানীয় সিপিএম বিধায়ক। প্রথমে ক্ষোভের মুখে পড়লেও, পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তন্ময় ভট্টাচার্য। শেষে জড়িয়ে ধরেন আক্রান্তকে। তিনি বলেন, ব্রিগেড নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর যবে আসতে চাইলাম শুনলাম হাসপাতালে ভর্তি। আজ শুনলাম বাড়ি ফিরেছে, তাই এলাম।
আক্রান্তের বাড়িতে যাওয়া নিয়ে সিপিএমকে নেতাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও তৃণমূল! তাদের দাবি, টিআরপি বাড়াতে এসেছেন তন্ময়।
তারপরের দিনই, চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে নাম ছিল ৫ তৃণমূলকর্মীর। অভিযুক্তদের বিরুদ্ধে জোর করে বাড়িতে ঢোকা, মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন অভিযুক্তরা।