WB Election 2021: ভোটের দিন কাটারি হাতে কী করছেন প্রার্থী ?
ভোটের দিন ভরদুপুরবেলায় কাটারি হাতে প্রার্থীকে দেখে চমকে ওঠেন অনেকেই। পরে হাসতে হাসতে তারা বুঝতে পারলেন গোটা বিষয়টি।
পার্থ প্রতিম ঘোষ, শান্তিপুর: ভোটের দিন কাটারি হাতে প্রার্থী। নদিয়ার শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকে দেখা গেল এইরূপে।
তবে কাটারি হাতে তিনি একের পর এক কোপ বসান ডাবে। নদিয়ার শান্তিপুরে এদিন অশান্তির ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, ভোটারদের বাধা দেওয়া, এজেন্ট বসতে না দেওয়া, এলাকায় গন্ডগোল পাকানোর, অবৈধ জমায়েতের, মারধর, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে রেখে বিক্ষোভ দেখানো হয়।
এপ্রান্ত থেকে অপর প্রান্তে একের পর এক যখন এমন অভিযোগ জমা হতে থাকে গুচ্ছ গুচ্ছ। ছুটে চলেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ময়দানে নেমেছেন ভোটের ময়দানে লড়াই করার জন্য প্রার্থীরাও। একদিকে তীব্র দাবদাহে হাসফাঁস অবস্থা, তখন নদিয়ার শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পৌঁছে গেলেন ডাবের দোকানে। কিন্তু ডাব থাকলেও কাটার লোক নেই। সেই কথা শোনার পর কাটারি নিয়ে নিজেই কাটতে শুরু করলেন ডাব। কর্মীদের খাওয়ালেন, নিজেও চুমুক দিলেন।
প্রার্থীর বক্তব্য নিজেকে ফিট রাখার জন্য তিনি ফলমূলের ওপরই জোর দেন। সেই কারণে ডাব খাওয়ার ইচ্ছা হওয়ায় এই ভাবেই নিজের ইচ্ছা পূরণ করলেন তিনি।
কিন্তু ভরদুপুরবেলায় ভোটের দিন কাটারি হাতে প্রার্থীকে দেখে চমকে ওঠেন অনেকেই।
পরে হাসতে হাসতে তারা বুঝতে পারলেন গোটা বিষয়টি।
এদিকে নদিয়ার শান্তিপুরে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে শনিবার ভোট চলাকালীন সকালে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। মহিলারা কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কোনওরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পঞ্চম দফার ভোটের দিন সকাল থেকেই অশান্ত নদিয়ার শান্তিপুর (Shantipur)। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গ্রামের ভিতর ভোটারদের ভয় দেখিয়ে আটকে রাখার অভিযোগ ওঠে। পাশাপাশি বিজেপির পোলিং এজেন্টকে বুথে না দেওয়ার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী (Central Force)। তারপরেও অব্যাহত অশান্তি। কেন্দ্রীয় বাহিনী আশ্বস্ত করার চেষ্টা করলেও ভোটারদের অভিযোগ, অন্যদিক থেকে তাঁদের উপর হামলা করা হচ্ছে। বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনীকে গ্রামে টহল দিতে দেখা যায়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বাহিনী ও পুলিশ।