Abhijit Gangopadhyay : এজেন্টকে বুথে বসালেন প্রার্থী নিজেই, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তুষ্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও
WB Lok Sabha Election 2024 Phase 6 Voting : ভোট শুরুর আগে বুথের বাইরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরেন তৃণমূলের সমর্থকরা।
সন্দীপ সরকার, রুমা পাল, তমলুক: ভোটের সকাল থেকেই সরগরম তমলুক। সূর্যের আলো ফুটতেই ময়দানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সকাল থেকেই তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিজিৎ। তাঁর অভিযোগ পুলিশের ভূমিকা নিয়েও। সেই সঙ্গে অভিযোগ তুললেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও।
কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তোষ
ভোট শুরুর আগেই হলদিয়ার দেভোগ প্রাথমিক বিদ্যালয়ের বুথে ৩ জন এজেন্ট নিখোঁজ বলে অভিযোগ করেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর নিজেই এক এজেন্টকে বুথে বসান প্রার্থী। সেখানেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তুোষ প্রকাশ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তুষ্ট হিরণও
সকাল থেকেই বারবার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, পঞ্চায়েত ভোটেও এরকম সন্ত্রাস হয়নি। তাঁর চাঞ্চল্যকর অভিযোগ রাজ্য পুলিশ তবু এজেন্ট বসতে দিয়েছিল, কিন্ত কেন্দ্রীয় বাহিনী সেটুকুও করছে না। তৃণমূলকে জেতাতে তৎপর কেশপুর, আনন্দপুরের দুই OC। গতকাল রাত থেকে তাণ্ডব চালাচ্ছে তৃণমূল। বোমাবাজি, ঘর ভাঙচুর, হুমকি দেওয়ার পাশাপাশি, বুথে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককে ফোন করলে তিনিও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন হিরণ।
অভিজিতের বিরুদ্ধে বিক্ষোভ
ভোট শুরুর আগে বুথের বাইরে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরেন তৃণমূলের সমর্থকরা। বিজেপির বিরুদ্ধে স্লোগান তো ওঠেই । সেই সঙ্গে প্রাক্তন বিচারপতি বিজেপি প্রার্থীকে দেওয়া হয় গো ব্যাক স্লোগান। চাকরি চোর বলে অভিজিতের দিকে স্লোগান তুলে এগিয়ে যান তৃণমূল সমর্থকরা। ২০৬-২০৯ নম্বর বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পেয়ে হলদিয়ার ঘাসিপুর প্রাথমিক স্কুলের বুথে যান বিজেপি প্রার্থী। দেখা যায়, সমস্ত এজেন্টই রয়েছেন। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে চাকরি চোর স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা।
অভিজিতের অভিযোগ
এবিপি আনন্দকে দেওয়া টেলিফোনিক ইন্টারভিউতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, নন্দীগ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের গ্রেফতার করছে পুলিশ। ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোনাচূড়া দিয়ে নন্দীগ্রামে ঢুকেছে রাজ্য পুলিশের বাহিনী। নন্দীগ্রামে ৪ হাজার পুলিশ ঢুকেছে। ভোটের আগেই পুলিশের ভয়ঙ্কর সন্ত্রাস, DG পদ মর্যাদার এক অফিসারের নেতৃত্বে সব হচ্ছে বলে দাবি তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
ভোটের আগে পশ্চিম মেদিনীপুরে পরপর ২টি খুন হয়েছে। ভোটের দিন সকাল থেকে তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। কন্ট্রোল রুম থেকে নজরদারি চালাচ্ছেন জেলাশাসক জয়সী দাশগুপ্ত।
রেমাল দাপটে ভাসবে মহানগরী, কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।