A. R. Rahman: বিচ্ছেদের খবর দিতে গিয়ে হ্যাশট্যাগের ব্যবহার! সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার এ আর রহমান
A. R. Rahman and Saira Banu News: এক অনুরাগী লিখেছেন, 'গোপনীয়তা চাইছেন, আবার হ্যাশট্যাগও ব্যবহার করছেন!'
কলকাতা: বর্তমানে চর্চার কেন্দ্রে সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিচ্ছেদের ঘটনা। ২৯ টা বছর কাটিয়েছেন একসঙ্গে। একসঙ্গে পার করেছেন অনেকগুলি বসন্ত। যৌবন, তারুণ্য পার করেছেন। উত্থান পতনে একে অপরের হাত চেপে রেখেছেন । তবে এবার আলাদা হচ্ছেন এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়না বানু। বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে, ব্যক্তিগত বিষয়টি নিয়ে অতিরিক্ত চর্চা না করার আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, সম্পর্কে চ্যুতি স্পষ্ট হচ্ছিল দিনকে দিন। ঘূণ ধরছিল দাম্পত্যে। তার থেকেই পথ আলাদা করার সিদ্ধান্ত। আর এই ঘটনায় মন ভেঙ্গেছে নেটিজেনদের। তবে অনেকে আবার কটাক্ষও করেছেন।
সোশ্যাল মিডিয়ায় এ আর রহমান লিখেছিলেন, 'আমরা দাম্পত্যের ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবুও, এই ছিন্নভিন্ন অবস্থায়, আমরা অর্থ খুঁজি, যদিও ভগ্নাংশগুলি আবার সেই জায়গা খুঁজে পাবে না। বিষয়টির গোপনীয়তাকে সম্মান করার জন্য আমাদের বন্ধুদের, আপনার ধন্যবাদ জানাচ্ছি। ' আর এই লেখার সঙ্গে তিনি ব্যবহার করেছিলেন ডিভোর্সের হ্যাশট্যাগ। তিনি ব্যবহার করেছেন #arrsairaabreakup-এই হ্যাশট্যাগটি।
এক অনুরাগী লিখেছেন, 'গোপনীয়তা চাইছেন, আবার হ্যাশট্যাগও ব্যবহার করছেন!' অনেকে আবার লিখেছেন, 'বিচ্ছেদের খবরেও হ্যাশট্যাগ! পাগল হয়ে গিয়েছেন নাকি?' একজন লিখেছেন, 'ভাবতেই পারি না, ২৯ বছর একসঙ্গে কাটানোর পরে কীভাবে একে অপরের থেকে ভালবাসা চলে যায়?' আরও এক অনুরাগী লিখেছেন, 'দুঃসংবাদ, তবে আমি তাঁদের অনুভূতিকে সম্মান করি।' অনেকে আবার এ আর রহমানের পাশে দাঁড়িয়ে লিখেছেন, 'হয়তো ওঁদের অনেক কটাক্ষ শুনতে হবে তবে ওঁরা ওঁদের জীবনটাকে ভালভাবে বাঁচতে চেয়েছে। ওঁদের এর পরবর্তী জীবনও ভাল করে কাটুক।'
“We had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an unseen end. Even the throne of God might tremble at the weight of broken hearts. Yet, in this shattering, we seek meaning, though the pieces may not find their place again. To our friends, thank you for…
— A.R.Rahman (@arrahman) November 19, 2024
আরও পড়ুন: Anirban-Barkha: 'পেয়ারেলাল'-এর ১৪ বছর পরে ফের দেব-বরখা একসঙ্গে, 'একেনবাবু'-কে দেখে চমকালেন সবাই!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।