এক্সপ্লোর
Advertisement
প্রয়াত মরাঠি শিক্ষক, শোকপ্রকাশ করে ট্যুইট আমিরের
বর্তমানে ‘লাল সিংহ চাড্ডা’ নিয়ে ব্যস্ত আমির।
মুম্বই: বরাবর কাজ নিয়েই ব্যস্ত থাকেন আমির খান। সোশ্যাল মিডিয়ায় তিনি যে খুব সক্রিয়, এমনও নয়। কিন্তু মরাঠি শিক্ষকের মৃত্যুতে আবেগঘন পোস্ট করলেন ‘লাল সিংহ চাড্ডা’–র নায়ক।
ট্যুইটার হ্যান্ডলে আমির লিখেছেন, ‘গতকাল আমার শিক্ষক সুহাস লিমায়ে প্রয়াত হয়েছেন। এর ফলে আমি গভীরভাবে দুঃখিত। আমার সেরা শিক্ষকদের মধ্যে আপনি ছিলেন অন্যতম। আপনার কাছ থেকে শুধু মরাঠি ভাষা শিখেছি, তা তো নয়, আরও অনেক কিছু শিখেছি। আপনার কৌতূহল, জানার ও শেখার ইচ্ছা তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রবণতার জন্য আপনি ছিলেন অন্যন্য সুন্দর এক শিক্ষক। আপনার কাছে যে ৪ বছর আমি কাটিয়েছি, তা সবচেয়ে বেশি মনে রাখার মতো। আপনার সঙ্গে কাটানো প্রতিটি মূহূর্ত আমার মণিকোঠায় সারাজীবন উজ্জ্বল হয়ে থাকবে। আপনাকে ধন্যবাদ। আপনাকে খুব মিস করব। আপনার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
— Aamir Khan (@aamir_khan) September 3, 2020
বর্তমানে ‘লাল সিংহ চাড্ডা’ নিয়ে ব্যস্ত আমির। ‘লাল সিংহ চাড্ড’, টম হ্যাঙ্কসের ইংরেজি ছবি ‘ফরেস্ট গাম্প’-এর আদলে তৈরি। তুরস্কেও শ্যুটিং হয়েছে। সেখানেও ছিলেন ছবির নায়ক। এই ছবিতে নায়িকার ভূমিকায় থাকছেন করিনা কপূর খান। যিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। তবে কর্মজগতে তার প্রভাব ফেলতে দিতে চান না। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ফের ছবির শ্যুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তাঁর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement