এক্সপ্লোর
Advertisement
সামনেই বিবাহবার্ষিকী, কিরণের জন্য স্পেশাল সারপ্রাইজ রয়েছে আমিরের!
মুম্বই: ২৮ তারিখ আমির খান ও কিরণ রাওয়ের ১১তম বিবাহবার্ষিকী। প্রতিবার এই দিনটি বিশেষভাবে পালন করেন আমির, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শোনা যাচ্ছে, মিস্টার পারফেকশনিস্ট নাকি এবার তাঁদের পঞ্চগনির বাড়িতে চারদিন ধরে উৎসবের পরিকল্পনা করেছেন। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের নিয়ে রীতিমত হুল্লোড় চলবে।
এই পঞ্চগনির বাড়িতেই আমিরকে বিয়ে করেন কিরণ। ২৮ ও ২৯ তারিখের উৎসবে শুধু তাঁরা দুজনে থাকবেন। ২৯ তারিখ থেকেই আসা শুরু করবেন অতিথিরা। পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে হইচই। নিউ ইয়ারের পার্টিও হবে এর মধ্যে। চারদিন ধরে উৎসবের মধ্যে থাকবে শায়রি নাইট, একটি সন্ধে ধরে শুধু চলবে নানা ধরনের গানবাজনা। অনুষ্ঠানে যোগ দিতে কয়েকজন গায়ক গায়িকাকেও ডাকা হয়েছে।
অতিথিদের মধ্যে রয়েছেন আমিরের আত্মীয়, পরিচালক মনসুর খান, আমিরের আগের পক্ষের দুই ছেলেমেয়ে-জুনেদ ও ইরা, তাঁর ঘনিষ্ঠ বন্ধু রাদকুমার হিরানি, প্রসূন জোশী, কর্ণ জোহর ও অয়ন মুখোপাধ্যায়। রইবে আমিরের আসন্ন ছবি ‘দঙ্গল’-এর টিমও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement