Aamir Khan Quits Social Media: 'হৃদয় পরিপূর্ণ', সোশ্যাল মিডিয়া ছাড়লেন আমির খান
রবিবার ছিল তাঁর জন্মদিন। পরের দিনই সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ঘোষণা করলেন আমির।
মুম্বই: সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ালেন আমির খান! রবিবার ছিল তাঁর জন্মদিন। পরের দিনই সোশ্যাল মিডিয়া ছাড়ার কথা ঘোষণা করলেন আমির।
বলিউডে মিস্টার পারফেকশনিস্ট বলে পরিচিত আমির। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তায় লিখেছেন, 'বন্ধুরা, আমার জন্মদিনে এত ভালবাসা আর শুভেচ্ছাবার্তা পাঠানোয় আমি আপ্লুত। আমার হৃদয় পরিপূর্ণ।' আপাতত কাজে আরও বেশি মনোনিবেশ করতে চাইছেন আমির। সেই কারণেই সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত।
রবিবার ছিল অভিনেতার ৫৬তম জন্মদিন। আর জন্মদিনের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন আমির। তাঁর সিদ্ধান্তের জেরে ভক্তরা অনেকটাই হতাশ। এমনিতে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নন আমির। তবুও কেন আমচকা সোশ্যাল মিডিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্ত? অনুরাগীরা অনেকেই হতবাক।
এদিন সোশ্যাল মিডিয়ায় আমির লেখেন, ‘আমার জন্মদিনে এত ভালবাসা ও উষ্ণতার জন্য ধন্যবাদ। আমার হৃদয় এখন পরিপূর্ণ। তবে এটাই সোশ্যাল মিডিয়ায় আমার শেষ পোস্ট হতে চলেছে। আমি এমনিতেও সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকি না। এবার একেবারেই বিদায় নিচ্ছি। আমরা প্রথমে যেভাবে যোগাযোগ করতাম সেভাবেই করব।’
একই পোস্টে নিজের প্রযোজনা সংস্থার অফিশিয়াল হ্যান্ডেলের লিঙ্কও শেয়ার করেন আমির। সেই সঙ্গে তিনি জানান, আগামী দিনে সেখানেই তাঁর সিনেমা সংক্রান্ত যাবতীয় খবরাখবর পাওয়া যাবে।
সোশ্যাল মিডিয়ায় খুব কমই পোস্ট করতেন আমির। একমাত্র তাঁর সিনেমা সংক্রান্ত তথ্যই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন আমির। তারকার প্রোফাইলে ব্যক্তিগত পোস্ট কার্যত হাতে গোনা।
দু বছর আগে ইনস্টাগ্রামে সফর শুরু করেন আমির। নিজের মায়ের একটি ছবি শেয়ার করেন তিনি ইনস্টাগ্রামে প্রথম ছবি হিসাবে। ভাইরাল হয়েছিল সেই ছবি। আমিরকে ইনস্টাগ্রামে স্বাগত জানিয়েছিলেন সকলে। আপাতত আগামী ছবি লাল সিং চাড্ডার মুক্তির অপেক্ষায় রয়েছেন আমির। শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। চলছে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। আগামী বড়দিনেই মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা।