Ira Khan's Engagement: প্রেমিক নুপূর শিখরের সঙ্গে বাগদান সারলেন আমির-কন্যা ইরা খান
Ira Khan: ইরা খানকে গত সেপ্টেম্বর মাসেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নুপূর। 'হ্যাঁ' বলেন ইরা। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ইরা-নুপূর।
মুম্বই: বাগদান সারলেন আমির-কন্যা (Aamir Khan Daughter)। শুক্রবার মুম্বইয়ে দীর্ঘদিনের প্রেমিক নুপূর শিখরের (Nupur Shikhare) সঙ্গে বাগদান সারলেন আমির খানের মেয়ে ইরা খান (Ira Khan Engaged)। উপস্থিত ছিলেন পরিবারের ঘনিষ্ঠরা।
আনুষ্ঠানিকভাবে বাগদান সারলেন আমির-কন্যা
বাবা আমির খান, মা রীনা দত্ত, কাকা মনসুর খান, ভাই ইমরান খান ও ঠাকুমা জিনত হুসেনের উপস্থিতিতে প্রেমিকের সঙ্গে বাগদান সারেন ইরা খান। এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আমির খানের অপর প্রাক্তন স্ত্রী কিরণ রাও।
এনগেজমেন্টের জন্য ইরা সেজেছিলেন লাল গাউনে, নুপূর পরেছিলেন টাাক্সিডো। কুর্তা-পাজামা, কাচা-পাকা চুলে ফের নজর কাড়েন আমির খান। রীনা দত্ত ও কিরণ রাও, দুই জনকেই দেখা গেল শাড়ি পরে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে তাঁদের ছবি।
View this post on Instagram
View this post on Instagram
প্রসঙ্গত, ইরা খানকে গত সেপ্টেম্বর মাসেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন নুপূর। 'হ্যাঁ' বলেন ইরা। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ইরা-নুপূর। আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত, তাঁদের কন্যা ইরা। ১৯৮৬ সালে তাঁদের বিয়ে হয়, ১৯৯৭ সালে ইরার জন্ম। ইরা পেশায় উঠতি পরিচালক। ২০১৯ সালে মঞ্চ থেকে তাঁর পরিচালনার যাত্রা শুরু হয়েছে।