এক্সপ্লোর
Advertisement
Aamir Khan News: ফোন ব্যবহার ছেড়ে দিয়েছেন আমির খান? জেনে নিন সত্যিটা কী
Aamir Khan on Laal Singh Chaddha: প্রতি ছবির শ্যুটিংয়েই ফোন বন্ধ রাখেন, সেটাই ঘটেছে এ ক্ষেত্রে, লাল সিংহ চাড্ডা-র শ্যুটিংয়ের সময়।
মুম্বই: এই ডিজিটাল দুনিয়ায় প্রতি পাঁচ মিনিট অন্তর আমরা ফোন হাতড়ে বেড়াচ্ছি, নতুন আপডেট কিছু আছে কিনা জানতে। কিন্তু আমির খান কী করেছেন জানেন? আগামী ছবি লাল সিংহ চাড্ডা মুক্তি না পাওয়া পর্যন্ত মোবাইল ফোন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আমিরের বক্তব্য, তিনি যেভাবে কাজকর্ম করতে চাইছেন তাতে বিচ্ছিরিভাবে ব্যাঘাত করছে তাঁর ফোন। সারাক্ষণ সেটা টংটং করে বাজছে, তিনি কাজে মন দিতে পারছেন না। তাই আগামী ছবি মুক্তি না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে মোবাইল।
বলিউডপ্রেমীরা জানেন, যে কোনও ছবির চরিত্রের সঙ্গে একেবারে মিশে যাওয়া আমিরের অভ্যেস। যে ছবিই হাতে থাকুক, তাতে নিজের সবটা ঢেলে দেন তিনি। আর সে সময় মোবাইলের বকবকানি তাঁর মনঃসংযোগে নাক গলাক তা আমিরের কাছে কাম্য নয়। প্রতি ছবির শ্যুটিংয়েই ফোন বন্ধ রাখেন, সেটাই ঘটেছে এ ক্ষেত্রে, লাল সিংহ চাড্ডা-র শ্যুটিংয়ের সময়। আমিরের ছবি সাধারণত মুক্তি পায় বড়দিনের সময়। লাল সিংহ চাড্ডা-ও মুক্তি পাবে এ বছরের বড়দিনে, এটাই এ বছরের সব থেকে বেশি প্রতীক্ষিত ছবি। এই ছবিতে আমিরের বিপরীতে ফের দেখা যাবে করিনা কপূরকে, শেষ তাঁদের এক সঙ্গে দেখা যায় সুপার ডুপার হিট ছবি থ্রি ইডিয়টস-এ।
বড়দিনে মুক্তিপ্রাপ্ত নিজের সব ছবিকে ১০০ শতাংশ সাফল্য দিয়েছেন আমির, প্রতিটিই দুর্দান্ত হিট। তা সে তাঁর পিকে হোক, বা দঙ্গল, ধুম ৩, তারে জমিন পর বা গজনি। কোনও কাজ হাল্কাভাবে নেওয়া আমিরের অভ্যেস নয়, সব ছবির পিছনেই নিজের সেরাটা উজাড় করে দেন তিনি। তাই তিনি এখন লাল সিংহ চাড্ডা-র কাজে সম্পূর্ণ নিয়োজিত, এখন শ্যুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই সময়ে, যদি দরকার পড়ে, তবে তিনি তাঁর টিমের মাধ্যমেই সংবাদ মাধ্যমের সঙ্গে যোগাযোগ করবেন।
আমিরের শেষ ছবি ঠগস অফ হিন্দোস্তান অবশ্য একেবারেই ভাল চলেনি। তিনি ছাড়াও ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন এবং ক্যাটরিনা কাইফ। কিন্তু ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement