এক্সপ্লোর
Advertisement
২০১৬ সালের সেরা বায়োপিক কি জানেন? কে পেল সেরার তকমা, ‘নীরজা’ না ‘দঙ্গল’?
মুম্বই: সম্প্রতি ২০১৬ সালের সেরা বায়োপিক কোনটি, সেই নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেই সমীক্ষার বিচারে দর্শকরা ২০১৬ সালের সেরা বায়োপিকের তকমা দিয়েছে আমির খানের ‘দঙ্গল’কে। তবে ‘দঙ্গল’কে হাড্ডাহাড্ডি লড়াই করে এই সেরার তকমা ছিনিয়ে আনতে হয়েছে। আমিরের এই বায়োপিকের লড়াই ছিল, সোনাম কপূরের ‘নীরজা’, সুশান্ত সিংহ রাজপুতের ‘এমএস ধোনি:দ্য আনটোল্ড স্টোরি’, রণদীপ হুডার ‘সর্বজিত’, ইমরান হাসমির ‘আজহার’, মনোজ বাজপেয়ীর ‘আলিগড়’ এবং তানিশা মুখার্জীর ‘আন্না’-র সঙ্গে।
দর্শকের বিচারে ২৮ শতাংশ ভোট পেয়েছে ‘দঙ্গল’, ২৫ শতাংশ পেয়ে দ্বিতীয় হয়েছে সোনামের ‘নীরজা’। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ধোনির বায়োপিক এবং রণদীপের ‘সর্বজিৎ’। তবে অদ্ভূত ভাবে এই চারটি ছবির মধ্যে ভোট পাওয়ার শতাংশে তেমন ফারাক না থাকলেও, ইমরান হাসমির ‘আজহার’ পেয়েছে মাত্র এক শতাংশ ভোট। সবচেয়ে কম, অর্থাত্ শূন্য শতাংশ ভোট পেয়েছে তানিশরা ‘আন্না’।
প্রসঙ্গত, ২০১৬ সালটা বলিউডে বায়োপিকেরই ছিল। ‘দঙ্গল’, ‘নীরজা’ এবং ধোনির বায়োপিক বক্স অফিসে রিটার্নও ভাল দিয়েছে। সমালোচকদের থেকে প্রশংসিত ‘সর্বজিৎ’ এবং ‘আলিগড়’।
এদিকে ২০১৭ সালেও আরেকটি বিগ বাজেট বায়োপিক মুক্তি পাবে পর্দায়। এরমধ্যে গতকালই সেই ছবির প্রথম পোস্টার মুক্তির সঙ্গে সঙ্গে আলোড়ন ফেলে দিয়েছে। দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি হচ্ছে এই বায়োপিক। এই ছবি ছাড়াও লাইনে অপেক্ষা করে রয়েছে আরও বেশ কয়েকটি বিগ বাজেট বায়োপিক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement