Abhishek Bachchan Update: 'প্যান ইন্ডিয়া' শব্দবন্ধে বিশ্বাসী নন অভিষেক বচ্চন, কোন প্রসঙ্গে বললেন এমন কথা?
Abhishek Bachchan: সিনেমার 'প্যান ইন্ডিয়া' খ্যাতি প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমি এই শব্দবন্ধে বিশ্বাসই করি না। এর আদতে মানে কী? এই কথা কি আমরা অন্য কোনও ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করি? একেবারেই না।'
নয়াদিল্লি: সম্প্রতি গোটা দেশে বলিউড ছবির থেকেও বেশি সাড়া ফেলছে দক্ষিণী ছবি (South Movies)। সাম্প্রতিক কালে মুক্তি পাওয়া 'পুষ্পা' (Pushpa), 'আর আর আর' (RRR) ও 'কেজিএফ: চ্যাপ্টার ২' (KGF: Chapter 2) তাঁর অন্যতম উজ্জ্বল উদাহরণ। কিন্তু এই 'প্যান ইন্ডিয়া' (Pan India) ধারণায় একেবারেই বিশ্বাসী নন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)।
অভিষেকের 'প্যান ইন্ডিয়া' প্রসঙ্গে মন্তব্য
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সবসময়েই তাঁর মতামত নিয়ে স্পষ্টবাদী। সিনেমা নিয়েও তাঁর মতামত জানাতে তিনি পিছপা হন না। সম্প্রতি তিনি বলেন, 'কোন ভাষায় সিনেমা তৈরি হচ্ছে তা কখনওই প্রধান বিষয় নয়। কারণ গোটা দেশের সকল সিনেপ্রেমী কোন ইন্ডাস্ট্রিতে সিনেমা তৈরি হচ্ছে না ভেবে সিনেমা নিয়ে বেশি আগ্রহী।'
সিনেমার 'প্যান ইন্ডিয়া' খ্যাতি প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমি এই শব্দবন্ধে বিশ্বাসই করি না। এর আদতে মানে কী? এই কথা কি আমরা অন্য কোনও ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করি? একেবারেই না। আমরা একটা বিশাল বড় সিনেমা দেখতে ভালবাসা জনগোষ্ঠী এবং আমরা আমাদের কাজ ভালবাসি। কোন ভাষায় সেটা বানানো হচ্ছে তা কখনও প্রধান হয়ে ওঠেনি।'
বলিউডে ভাল 'কনটেন্ট' তৈরি হচ্ছে না?
'বলিউডে ভাল সিনেমা বা গল্প নিয়ে কাজ হয় না', এই দাবিও নাকচ করেন অভিষেক বচ্চন। অভিনেতার মতে এমন তুলনা অন্যায় কারণ বিভিন্ন ভাষার ভারতীয় চলচ্চিত্র শিল্পের মধ্যে সর্বদা বিষয়বস্তু বা কনটেন্টের আদান-প্রদান হয়েই থাকে এবং এক ভাষা থেকে অপর ভাষায় সিনেমা পুনর্নির্মাণ করা কোনও নতুন ঘটনা নয়।
আরও পড়ুন: New Movie: ট্যুইঙ্কল খন্নার ছোটগল্প 'সলাম নোনি আপ্পা' এবার আসছে সিনেমার আকারে
তাঁর কথায়, 'হিন্দি ছবি কি দক্ষিণে রিমেক হয় না? আমরা ভারতীয় চলচ্চিত্র জগতের অংশ, এমন প্রশ্নের মানেই হয় না।' তাঁর মতে কোনও ছবি পুনর্নিমাণ করা একটা সৃজনশীল পছন্দ, তার মানে এই নয় যে, মানুষের কাছে নতুন কনসেপ্ট নেই।