Abir Chatterjee: হঠাৎ স্কুলে হাজির 'সোনাদা' আবির, সঙ্গে ইশা, অর্জুন, সৌরভও!
Karnasubarner Guptodhon Update: এদিন স্কুলে ট্রেলারের বিশেষ স্ক্রিনিং হয়, ছোটদের সঙ্গে হাসি হাসিতে কেটে যায় সময়। ৩০ সেপ্টেম্বর অর্থাৎ পুজোর সময় পর্দায় মুক্তি পাবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন'।
কলকাতা: এবার খুদেদের স্কুলে হাজির সোনাদা ! শিক্ষক দিবসের দিনটা একরত্তিদের সঙ্গে কাটালেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) । সামনেই মুক্তি পাচ্ছে সোনাদা সিরিজের নতুন ছবি কর্ণসুবর্ণের গুপ্তধন (Karnasubarner Guptodhan) । আর ছবি মুক্তির আগে শিক্ষক দিবসে পড়ুয়াদের মাঝে আবির ।
ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhrubo Banerjee)-এর আগেই এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছিল, তিনি ছবি বানান ছোটদের কথা মাথায় রেখে । আর ছোটদের ছবির প্রচার কি খুদেদের ছাড়া হয়? আর তাই শিক্ষক দিবসের দিন স্কুল চত্বরে টিম 'কর্ণসুবর্ণের গুপ্তধন' ।
View this post on Instagram
এদিন হাজির হয়েছিলেন অবশ্যই পর্দার সোনাদা । সঙ্গে করে তিনি নিয়ে এসেছিলেন আবীর আর ঝিনুককেও । অর্থাৎ ইশা সাহা (Ishaa Saha) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakrabarty)-ও হাজির হয়েছিলেন এদিন । সঙ্গে অবশ্য়ই ছিলেন যাঁর হাত ধরে পর্দায় অভিযানে বেরিয়ে পড়েন সোনাদা, সেই পরিচালক অর্থাৎ ধ্রুব। এছাড়াও ছিলেন সৌরভ দাস (Sourav Das)। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন তিনি ।
আরও পড়ুন: Jeetu Kamal: 'সত্যজিৎ' এবার সত্যজিতের পরিচালিত ছবিতে! পর্দায় ফিরছে 'অরণ্যের দিনরাত্রি'
এদিন স্কুলে ট্রেলারের বিশেষ স্ক্রিনিং হয়, ছোটদের সঙ্গে হাসি হাসিতে কেটে যায় সময় । এসভিএফের প্রযোজনায় (SVF) ৩০ সেপ্টেম্বর অর্থাৎ পুজোর সময় পর্দায় মুক্তি পাবে 'কর্ণসুবর্ণের গুপ্তধন' । ছবির ট্রেলার মুক্তি পাবে ১১ সেপ্টেম্বর ।
View this post on Instagram