ABP Exclusive: 'সেদিন কুয়াশা ছিল' ছবির হাত ধরে এবার বড়পর্দায় অর্ণ মুখোপাধ্যায়ের স্ত্রী উপাবেলা, রইল প্রথম লুক
ABP Live Exclusive: বড়পর্দায় তিন গল্পের অ্যান্থোলজি নিয়ে আসতে চলেছেন পরিচালক অর্ণব মিদ্যা। নাম 'সেদিন কুয়াশা ছিল'। তারই একটি গল্পে দেখা যাবে উপাবেলাকে। এবিপি লাইভে রইল তাঁর এক্সক্লুসিভ লুক।
কলকাতা: তিনি এতদিন নাটকের (Theatre) মঞ্চ মাতিয়েছেন। এবার প্রথম বড়পর্দায় (Big Screen) হাজির হবেন। তিনি উপাবেলা মুখোপাধ্যায় (Upabela Mukhopadhyay)। নাটক, বাংলা ছবি, সিরিজের অত্যন্ত জনপ্রিয় মুখ অর্ণ মুখোপাধ্যায়ের (Arna Mukhopadhyay) অর্ধাঙ্গিনী তিনি। পরিচালক অর্ণব মিদ্যার (Arnab K Middya) ছবি 'সেদিন কুয়াশা ছিল'-র (Sedin Kuyasha Chilo) হাত ধরেই বড়পর্দায় আত্মপ্রকাশ করবেন উপাবেলা।
বড়পর্দায় উপাবেলা মুখোপাধ্যায়
বড়পর্দায় তিন গল্পের অ্যান্থোলজি (anthology) নিয়ে আসতে চলেছেন পরিচালক অর্ণব মিদ্যা। নাম 'সেদিন কুয়াশা ছিল'। তারই একটি গল্পে দেখা যাবে উপাবেলাকে। এবিপি লাইভে রইল তাঁর এক্সক্লুসিভ লুক।
ছবি সৌজন্য: অর্ণব মিদ্যা (পরিচালক)
ছবি সৌজন্য: অর্ণব মিদ্যা (পরিচালক)
বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব উপাবেলা মুখোপাধ্যায় প্রথমবার বড় পর্দায় হাজির হচ্ছেন। এই ছবির তিনটি গল্পের একটি প্রাক স্বাধীনতা প্রেক্ষাপটে তৈরি হয়েছে। সেই গল্পে অভিনয় করছেন অর্ণ মুখোপাধ্যায়ও।
পরিচালক জানাচ্ছেন উপাবেলার প্রথম ছবিতে অর্ণ মুখোপাধ্যায় থাকলেও তাঁরা একসঙ্গে 'স্ক্রিন শেয়ার' করবেন না। একই গল্পে তাঁরা অভিনয় করবেন তবে তাঁদের চরিত্রদুটো বেশ আলাদা।
এই গল্পের মূল নারী চরিত্রের জায়ের ভূমিকায় দেখা যাবে উপাবেলাক। গল্পে তিনি এক বিধবা মহিলার চরিত্রে অভিনয় করবেন যাঁর স্বামী বিপ্লবী ছিলেন। স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে তাঁর স্বামী পুলিশের গুলিতেই মারা যান।
পরিচালক অর্ণব মিদ্যা জানাচ্ছেন, তাঁর 'অন্দরকাহিনী' ছবির পর 'সেদিন কুয়াশা ছিল'ও বলবে সম্পর্কের গল্প। অর্ণবের কথায়, 'আমরা তো প্রত্যেকদিনের জীবন যাপন একাধিক সম্পর্কের মধ্যে দিয়ে করি। প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই একাধিক চাওয়া-পাওয়া-আশা-আকাঙ্খা থাকে। এমন কিছু ঘটনা যা আমাদের অবচেতনে ঘটে বা হয়তো যা নিয়ে আমাদের অপরাধ বোধ কাজ করে। সেই কাজগুলিরই প্রতিফলন দেখা যাবে এই ছবির তিনটি গল্পের ক্লাইম্যাক্সে। এমন কিছু ঘটনা দর্শকদের সামনে তুলে ধরা হবে যেগুলি আপাতদৃষ্টিতে অতিপ্রাকৃতিক। সেগুলি মানুষের স্বপ্নেও হতে পারে বা বাস্তবে হলেও কোনও ব্যখ্যা পাওয়া যায় না। তিনটি গল্পের সম্পর্কগুলির মধ্যেই সেই চাওয়া-না চাওয়া, পাওয়া-না পাওয়া, ওঠা-নামা একাধিক হিসেব নিকেশ উল্টে দেওয়া ঘটনা ঘটবে ক্লাইম্যাক্সে। ছবির মাধ্যমে প্রশ্ন তোলা হবে কিছু। তবে আগের ছবির থেকে এটি অন্য আঙ্গিকে মোড়া।'
প্রসঙ্গত, এই ছবিরই অপর এক গল্পের মাধ্যমে সিনে দুনিয়ায় পা রাখতে চলেছেন বর্ষীয়াণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্য়ায়ের নাতনি পৃথা। এই ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছেন শুভদীপ নস্কর। সম্পাদনা করেছেন অনির্বাণ মাইতি। ছবিতে সুর দিয়েছেন রনজয় ভট্টাচার্য ও প্রযোজনার দায়িত্বে রয়েছে 'স্যান্ড আর্ক মিডিয়া'।