এক্সপ্লোর
Advertisement
ছবি তুলতে না দিলে রেগে যায় ছোট্ট আব্রাম: শাহরুখ
মু্ম্বই: বাবা বড়পর্দার মহাতারকা, সবচেয়ে ছোট ছেলে অনলাইনের সেনসেশন! বুঝতে পারছেন আমরা কার কথা বলেছি? ঠিকই ধরেছেন, আমরা শাহরুখ খানের কথা বলছি। শাহরুখ বড়পর্দার বাদশা আর ছোট্ট আব্রাম এখনই তৈরি করে ফেলেছে অনলাইনে নিজের কয়েক লক্ষ ভক্ত। আর বাদশার ছোট ছেলে এতটাই ক্যামেরা-ফ্রেন্ডলি যে তাকে ছবি তুলতে না দিলেই বরং সে রেগে যায়।
৫১ বছরের অভিনেতা জানাচ্ছেন, তিনি যেখানেই যান, যে কাজেই যান, তাঁর টিমের সবসময়ের সদস্য ছোট্ট আব্রাম। গত বছর থেকে বাদশার সবসময়ের সঙ্গী এই খুদেটি। এমনকি সংবাদমাধ্যমও আব্রামের বিষয়ে যথেষ্ট বিনয়ী।
আব্রাম সকলের সঙ্গে মেলামেশায় এতটাই স্বতঃস্ফূর্ত যে শাহরুখ যখন ইমতিয়াজ আলির সঙ্গে আউটডোর শ্যুটে গিয়েছিলেন দু-তিন মাসের জন্যে, সেখানেই বাবার পিছু নিয়েছিল এই খুদে। সেখান থেকে সকলের সঙ্গে পরিচিতি জুনিয়র খানের।
এমনকি অনেক সময়ই বাইরে গিয়ে আমজনতা শাহরুখের সঙ্গে ছবি তুলতে যখন আগ্রহ প্রকাশ করে, তখন প্রতিটি ফ্রেমে ঢুকে পড়ে আব্রাম। শাহরুখের বডিগার্ড বাধা দিলে, তাকেও বকে দেয় খুদে। শাহরুখকে নোট বাতিলও নিয়েও নাকি প্রচুর জ্ঞান দেয় সে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement