এক্সপ্লোর
Advertisement
''দু'বার বিবাহবিচ্ছেদ যেন বারবার হার্ট অ্যাটাক'', নবমিতার সঙ্গে ছাড়াছাড়ির পর মুখ খুললেন ভাস্বর
অভিনেতার কথায় 'এটা আমার জীবনে বারবার হার্ট অ্যাটাক হওয়ার মতই। এই আঘাত যার উপর যায়, সেই বোঝে।'
কলকাতা: তিনি বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা। দশকাধিক কাল ধরে দর্শকের মন জিতে আসছেন তিনি। কিন্তু বারবার তাঁর নাম উঠে আসে বিবাহ বিচ্ছেদের কারণে। আবারও ভাস্বর চট্টোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ। সাড়ে ৬ বছরের বিবাহিত জীবন শেষ হয়ে গেল কলমের খোঁচায়। 'বন্ধুত্ব থাকলেও' আজ আর স্বামী-স্ত্রী নন তাঁরা।
মহানায়ক উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয় সাড়ম্বরে। ঘটনাচক্রে এটি ভাস্বরের দ্বিতীয় বিবাহ। ভাল বন্ধুত্বের উপর ভর করে তৈরি হওয়া সম্পর্কের উপর ভরসা রেখেই গাঁটছড়া বেঁধেছিলেন। কিন্তু বিবাহিত সম্পর্কে ছেদ হল আবারও। এবিপি আনন্দকে অভিনেতা জানালেন 'এটা আমার জীবনে বারবার হার্ট অ্যাটাক হওয়ার মতই। এই আঘাত যার উপর যায়, সেই বোঝে।'
যদিও বিচ্ছেদের পরও ভাল সম্পর্ক আছে তাঁদের। এখনও বন্ধু তাঁরা। লাঞ্চ-ডিনারেও যান একসঙ্গে। জানালেন ভাস্বর। কেন বিচ্ছেদ? ঝগড়াঝাঁটি? 'সব সময় দুটো ভাল মানুষের সম্পর্কের গঠবন্ধনও তো টেকে না!' বললেন ভাস্বর।
ভাস্বর জানালেন, ভাস্বর, '১২ অগাস্ট আমাদের ডিভোর্স হয়ে গিয়েছে। কিন্তু এটি একান্তই ব্যক্তিগত ব্যাপার। এসব নিয়ে প্রচার পছন্দ করি না। দেখুন, ভার্সেটাইল অভিনেতা হিসেবে পুরষ্কার পেলাম। তেমনভাবে কেউ তো কভার করল না।'
তবে এত সবকিছুর মধ্যেই ভাস্বর বললেন, ''আমি একা ভালই আছি। স্প্যানিস শিখছি। 'প্রথমা কাদম্বিনী'-তে অভিনয় করছি।' '
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement