এক্সপ্লোর
Advertisement
শিবসেনার হুমকির আগেই দেশে ফিরে গিয়েছেন পাকিস্তানি তারকা ফাওয়াদ, মাহিরা
নয়াদিল্লি:মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হুমকির আগেই দেশে ফিরে গিয়েছেন ফাওয়াদ খান, মাহিরা খান সহ সমস্ত পাকিস্তানি তারকা। ব্যক্তিগত কারণেই দেশে ফিরে গিয়েছেন বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, দেশে ফেরার হুঁশিয়ারির আগেই ফিরে গিয়েছেন ফাওয়াদ খান, আলি জাফর, মাহিরা খান, ইমরান আব্বাস প্রমুখ পাক অভিনেতা-অভিনেত্রী।
মাহিরা খান
কর্ণ জোহর পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তির আগেই ভারত ছাড়লেন ফাওয়াদ খান। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে ক্যামিও-র চরিত্রে অভিনয় করেছেন তিনি।
পাকিস্তানের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, অক্টোবরেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন ফাওয়াদের স্ত্রী সাদাফ। এদেশে রাজনৈতিক যা অবস্থা, তাতে যে কোনও সময় দেশে ফেরা নিয়ে সমস্যায় পড়তে পারেন তিনি। তাই ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন পাক-অভিনেতা।
ফাওয়াদ ও তাঁর স্ত্রী সাদাফ
প্রসঙ্গত, উরি হামলার পর ভারত থেকে পাকিস্তানি শিল্পীদের চলে যেতে বলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। ২৫ সেপ্টেম্বরের মধ্যে দেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। এমনকী তারা হুমকিও দেয় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও শাহরুখ খান অভিনীত আসন্ন ছবি ‘রঈস’-এর মুক্তি পেতে দেবে না। কারণ দুই ছবিতেই অভিনয় করেছেন দু’জন পাক শিল্পী। ফাওয়াদ খান এবং মাহিরা খান। সরাসরি শাহরুখ খান ও কর্ণ জোহরের ওপর তোপ দাগেন তাঁরা। বলেন, ১২৫ কোটি ভারতবাসীর মধ্যে কাউকে ছবির জন্য কাস্ট করা গেল না? পাকিস্তানের মতো দেশ থেকেই অভিনেতাদের আনতে হল? যে দেশের জন্য কি না ভারতের এত সমস্যা ভোগ করতে হচ্ছে!
এমএনএস-এর এই হুঁশিয়ারিতে শিল্পমহলে নিন্দার ঝড় ওঠে। পাকিস্তানি শিল্পীদের পাশে দাঁড়ান বহু বলিউড তারকা। কর্ণ জোহর নিজে ফাওয়াদের পাশে দাঁড়ান। বলেন, উরির ঘটনায় তিনিও ভীষণ আঘাত পেয়েছেন। কিন্তু পাক-শিল্পীদের বয়কট কোনও সমস্যার সমাধান হতে পারে না। শিল্প, দক্ষতাকে এভাবে আটকানো যায় না।
উল্লেখ্য, রণবীর কপূর, অনুষ্কা শর্মা অভিনীয় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন ফাওয়াদ। ছবির প্রচারের কাজে ফাওয়াদ থাকুন, এমনটাই চেয়েছিলেন পরিচালক কর্ণ। কিন্তু মুক্তির কিছুদিন আগেই নিজের দেশে ফিরে গেলেন ফাওয়াদ। পরিচালক জানিয়েছেন, ফাওয়াদের না থাকার প্রভাব ছবির প্রচারে পড়বে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement