Ranbir Kapoor: 'ব্রহ্মাস্ত্র'-এর প্রচারে নারাজ রণবীর কপূর, গলা বসেছে আলিয়ারও, কেন?
Brahmastra Promotion: প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর ওটিটি প্ল্যাটফর্মে আসছে 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'। এই খবর মিলেছে ইতিমধ্যেই। কিন্তু ওটিটিতে ছবি আসার খবর নিয়ে আর প্রচার করতে রাজি নন পর্দার 'শিবা'।
মুম্বই: বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় স্বামী ও অভিনেতা রণবীর কপূরের (Ranbir Kapoor) একটি ভিডিও পোস্ট করেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। ভিডিও দেখে বোঝা যাচ্ছে বেশ রেগেই রয়েছেন অভিনেতা। তিনি না কি আর 'ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা'র (Brahmastra Part 1: Shiva) প্রচার করতে রাজি নন। খুবই বিরক্ত শোনাচ্ছে তাঁর কথা। কিন্তু কী এমন হল হঠাৎ? আবার কীসের প্রচার?
প্রচারে অনীহা রণবীরের
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে 'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা'। এই খবর মিলেছে ইতিমধ্যেই। কিন্তু ওটিটিতে ছবি আসার খবর নিয়ে আর প্রচার করতে রাজি নন পর্দার 'শিবা'। বেশ বিরক্তই তিনি।
৪ নভেম্বর থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে (Disney + Hotstar) মুক্তি পাচ্ছে 'ব্রহ্মাস্ত্র'। আর তার আগে ছবির প্রচার নিয়ে ফোনে কারও সঙ্গে কথা বলতে শোনা গেল রণবীর কপূরকে। অভিনেতাকে বলতে শোনা যাচ্ছে, 'না ভাই অনেক হয়েছে। ব্রহ্মাস্ত্রের প্রচার অনেক করেছি, অয়ন মুখোপাধ্যায়ের (Aya Mukerji) সঙ্গ অনেক দিয়েছি। ব্রহ্মাস্ত্র এবার ডিজনি প্লাস হটস্টারে আসছে, এর মানে কী? প্রচার, প্রচার, আরও প্রচার?'
রণবীরকে এরপর বলতে শোনা যাচ্ছে, 'এতবার তো আলিয়াও সিনেমায় "শিবা, শিবা" বলেনি। নিজে নাচ করতে করতে ভূত হয়ে গিয়েছি। প্রত্যেকটা ইভেন্টে কেসরিয়া গাইতে গাইতে আলিয়ার গলা বসে গেছে। ১৫০ ড্রোন উড়িয়ে ফেলেছি, ২৫০ লাড্ডু বিলিয়েছি। এরপর আর কী করব? সকলের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগতভাবে বলব যে 'ভাই ও বোনেরা, আমাদের ছবি ব্রহ্মাস্ত্র ডিজনি প্লাস হটস্টারে আসছে, দয়া করে দেখবেন, দয়া করে দেখবেন'?'
View this post on Instagram
এরপরেও একাধিক ক্ষোভ প্রকাশের মাঝেই ফোন ঢোকে পরিচালকের। নিমেষে সেই সুর বদলে যায় অভিনেতার। বাবা হতে চলেছেন রণবীর, এমন বিশেষ মুহূর্তেও ছবির এত প্রচার করতে কিছুতেই রাজি নন তিনি। কিন্তু পরিচালকের কথা ফেলতে যে একেবারেই পারেন না তিনি তাও স্পষ্ট করলেন। পরিচালকের ফোন আসতেই সুর নরম করে রণবীরকে বলতে শোনা গেল, 'হ্যাঁ অয়ন। হ্যাঁ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, প্রচার করতেই হবে। ঠিক। চলো শুরু করা যাক। সকলকে দেখতেই হবে।' ফোন কেটেই রণবীরের মুখের অভিব্যক্তি প্রথমে সিরিয়ার তারপর রাগে পরিণত হল।
আরও পড়ুন: Abir Chatterjee: ডেঙ্গি আক্রান্ত আবির চট্টোপাধ্যায়, বাড়িতেই চলছে চিকিৎসা
ওটিটি প্ল্যাটফর্মে 'ব্রহ্মাস্ত্র' আসছে। তারই এই বিশেষ মজার প্রচারে হাসির রোল কমেন্ট বক্সে। ভিডিও পোস্ট করে আলিয়া লেখেন, 'কঠিন সত্য'। পোস্টে কমেন্ট করেছেন সোনি রাজদান, অর্জুন কপূর, দীপিকা পাড়ুকোন, সাবা পটৌডি, সোফি চৌধুরি প্রমুখ।
'ব্রহ্মাস্ত্র' হচ্ছে পূর্ব পরিকল্পিত তিন পর্বের 'অস্ত্রভার্স'-এর প্রথম ভাগ। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে প্রথম জুটি বাঁধেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট।