Salman Gets Threat Letter: সলমন খান ও তাঁর বাবাকে হুমকি চিঠি, নেপথ্যে কে?
Salman Khan Gets Threat Letter: মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম
মুম্বই: পর্দায় যাঁর উপস্থিতিতেই তাবড় তাবড় ভিলেনরা কাঁপে, সেই 'বলিউডের ভাইজান'-কে এবার হুমকি চিঠি! হুমকি চিঠি পেলেন সলমন খান (Salman Khan) ও তাঁর বাবা সেলিম খান (Selim Khan)। আজ বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ড এলাকায় ফেলে যাওয়া ওই উড়ো চিঠি উদ্ধার করেন সেলিমের নিরাপত্তারক্ষীরা।
মুম্বই সংবাদমাধ্যম সূত্রের খবর, যে জায়গায় চিঠিটি উদ্ধার হয়েছে, রোজ প্রাতর্ভ্রমণের ফাঁকে সেখানেই বিশ্রাম নেন সেলিম। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়দের নামে এফআইআর রুজু করেছে। তবে এই প্রথম নয়, এর আগে ২০১৮ সালেও হুমকি চিঠি পেয়েছিলেন সলমন। সেই হুমকি চিঠির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।
এই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম সদ্য সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল। কেন? কারণ সদ্য সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডেও আততায়ী হিসেবে উঠে এসেছে তাঁরই নাম। গত ২৯ মে পাঞ্জাবের মানসায় কংগ্রেস নেতা ও সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ড শিহরিত করেছিল সবাইকেই। তিনদিক থেকে গাড়ি ঘেরাও করে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল তাঁর গাড়িকে। বিশেষ করে চালকের আসনে। কারণ সেইদিন চালকের আসনে ছিলেন সিধু স্বয়ং। নিরাপত্তা প্রত্যাহারের পরেরদিনই এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: Rudrajit Exclusive: বাবার বাৎসরিক, ছিমছাম জামাইষষ্ঠী সেরেই পুরুলিয়ার ট্রেনে উঠলেন প্রমিতা-রুদ্রজিৎ
বিভিন্ন গ্যাং থেকেই অর্থ দাবি করে মৃত্যুর হুমকি পেতেন সিধু। লরেন্স বিষ্ণোই গ্যাং এর মধ্যে অন্যতম। এই গ্যাঁ থেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল সিধুকে। সরকারি সুরক্ষা ওঠার পরেও বুলেটপ্রুফ গাড়ি নিয়েই ঘুরতেন সিধু। কিন্তু ঘটনার দিন মহিন্দ্রা থর জিপ নিয়ে বেরিয়েছিলেন তিনি। সেইদিন চালকের আসনে ছিলেন নিজেই। এই ঘটনায় ৩০২, ৩০৭ ও ৩৪১ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির আর্ম অ্যাক্ট অ্যাট সিটি ওয়ান এর ২৫ ও ২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় প্রায় ৩০ রাউন্ড গুলি চলেছে।
সলমন খানের হুমকি চিঠি পাওয়ার ঘটনায় মুম্বই সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, কৃষ্ণসার হত্যা মামলা চলাকালীন সলমনকে ওই গ্যাংস্টার হুমকি দেয়, যোধপুরেই খুন হতে হবে নায়ককে। নতুন করে সলমনের কাছে হুমকি চিঠি পাঠানোর নেপথ্যে কে, তা খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।