Siddhant Kapoor Detained: মাদক নেওয়ার অভিযোগে রেভ পার্টি থেকে আটক শক্তি-পুত্র সিদ্ধান্ত কপূর
Siddhanth Kapoor: গতকাল রাতে বেঙ্গালুরুর এক হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মাদক নেওয়ার অভিযোগে সিদ্ধান্ত কপূরসহ আরও ৬জনকে আটক করে পুলিশ।
মুম্বই: বলিউড অভিনেতা শক্তি কপূরের (Shakti Kapoor) সন্তান সিদ্ধান্ত কপূরকে (Siddhanth Kapoor) আটক করা হল। শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি রেভ পার্টিতে (Rave Party) মাদক সেবন (Drug Abuse) করেছেন। এএনআই সূত্রে খবর, গতকাল রাতে বেঙ্গালুরুর এক হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মাদক নেওয়ার অভিযোগে সিদ্ধান্ত কপূরসহ আরও ৬জনকে আটক করে পুলিশ।
মাদক কাণ্ডে আটক সিদ্ধান্ত কপূর-
এদিন সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী শ্রদ্ধা কপূরের ভাই সিদ্ধান্ত কপূরকে গতকাল রাতে বেঙ্গালুরুর হোটেলের রেভ পার্টিতে অভিযান চালিয়ে আটক করে পুলিশ। বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে যে, সিদ্ধান্ত কপূরসহ ৬জনকে মাদক নেওয়ার সময় পাওয়া যায়। বর্তমানে প্রত্যেককেই উলসুর থানায় রাখা হয়েছে।
বেঙ্গালুরু শহরের (পূর্ব বিভাগ)-এর ডিসিপি ড. ভীমশঙ্কর এস জানিয়েছেন যে, মাদক সেবনের অভিযোগে আটক সিদ্ধান্ত কপূরের শারীরিক পরীক্ষায় রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি আরও জানাচ্ছেন যে, এটা এখনই বলা যাচ্ছে না যে তাঁরা পার্টিতে যাওয়ার আগে মাদক সেবন করেছিলেন নাকি হোটেলে পৌঁছে মাদক নেন।
আরও পড়ুন - Nayanthara Vignesh Shivan: বিয়ের পরই ক্ষমা চাইতে হল নবদম্পতি নয়নতারা-ভিগনেশকে
প্রসঙ্গত, ২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) পক্ষ থেকে তাঁর সহঅভিনেত্রী শ্রদ্ধা কপূরকে বলিউডের সঙ্গে মাদক চক্রের যোগ নিয়ে প্রতিক্রিয়া জানাতে বলা হয়। সুশান্ত সিংহ মৃত্যু মামলায় অভিনেত্রীর বয়ান রেকর্ডও করা হয়।
গত বছর শাহরুখ পুত্র আরিয়ান খানকেও মুম্বইয়ের এক রেভ পার্টি থেকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রায় একমাস জেলে থাকার পর দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে জামিন পান তিনি। যদিও সম্প্রতি এনসিবির বিশেষ তদন্তকারী দল আরিয়ান খানকে মাদক কাণ্ডে ক্লিনচিট দিয়েছে।