Harrdy Sandhu: জোর করে মঞ্চে উঠে যৌন হেনস্থা হার্ডি সন্ধুকে, মহিলা অনুরাগীর কীর্তি শোনালেন শিল্পী
Harrdy Sandhu Update: পাঞ্জাবি বিনোদন দুনিয়াতেই নয়, হার্ডি সন্ধু বলিউডেও বেশ জনপ্রিয়। শুধু গান নয়, তাঁর অভিনয় ক্ষমতাও বেশ প্রশংসিত হয়েছে। কাজ করেছেন '৮৩', 'কোড নেম: তিরঙ্গা'তেও।
নয়াদিল্লি: তাঁর পাঞ্জাবী গানের ঝুলি বিশাল। এই সময়ের একাধিক জনপ্রিয় ও ট্রেন্ডি গানের গায়ক তিনিই। গায়ক হার্ডি সন্ধুর (Harrdy Sandhu) হাতেখড়ি হয়েছে অভিনয়েও। কপিল দেবের (Kapil Dev) জীবন নিয়ে তৈরি রণবীর সিংহ (Ranveer Singh) অভিনীত '৮৩' (83) ছবিতে প্রাক্তন তারকা ক্রিকেটার মদন লালের চরিত্রে অভিনয় করতে দেখা যায় হার্ডিকে। তবে শুধু তাইই নয়, একাধিক প্রাইভেট অনুষ্ঠানেও পারফর্ম করে থাকেন তিনি। তেমনই এক ইভেন্টে গিয়ে এক অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হল তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পী শোনান মঞ্চে হেনস্থা হওয়ার ঘটনা (Harrdy Sandhu Abused)।
অনুষ্ঠানের মঞ্চে যৌন হেনস্থার শিকার হার্ডি
পাঞ্জাবি বিনোদন দুনিয়াতেই নয়, হার্ডি সন্ধু বলিউডেও বেশ জনপ্রিয়। শুধু গান নয়, তাঁর অভিনয় ক্ষমতাও বেশ প্রশংসিত হয়েছে। কাজ করেছেন '৮৩', 'কোড নেম: তিরঙ্গা'তেও। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিল্পী তাঁর এক অভিজ্ঞতার কথা জানান, যেখানে এক প্রাইভেট ইভেন্টে গিয়ে তাঁকে এক মহিলার দ্বারা যৌন হেনস্থার শিকার হতে হয়।
বিস্তারিত বলতে গিয়ে হার্ডি সন্ধু বিবরণ দেন ঘটনার। হার্ডির কথায় প্রায় ৪০ বছর বয়সী এক মহিলা তাঁর সঙ্গে মঞ্চে উঠতে চান। প্রথমে শিল্পী মানা করেন। হার্ডি বলেন, 'আমি ওঁকে বলি যে আপনাকে ডাকলে বাকিরাও তো মঞ্চে উঠতে চাইবেন, তখন কী করব? কিন্তু তিনি কোনও কথা শুনতেই রাজি ছিলেন না। মঞ্চে ওঠার জন্য জোর করতে থাকেন। তারপর, আমি হাল ছেড়ে দিই। আমি বলি, 'আপনি চলে আসুন'।'
'বিজলি বিজলি' গায়ক এরপর বলে চলেন, যে ওই ভদ্রমহিলা স্টেজে ওঠেন। তাঁর সঙ্গে একটি গানে নাচ করতে চান তিনি। খুব শান্তভাবে সন্ধু তা মেনেও নেন এবং একসঙ্গে পারফর্ম করেন। এরপরই নাকি ওই মহিলা হার্ডিকে জিজ্ঞেস করেন যে শিল্পীকে তিনি জড়িয়ে ধরতে পারেন কি না। হার্ডির কথায়, 'আমি বলি ঠিক আছে। উনি আমাকে আলিঙ্গন করলেন এবং আমার কান লেহন করলেন। এবার ভাবুন একবার। যদি এই ঘটনাটা উল্টো হত? আমি সেখানে কী বলতাম? এসব জিনিস হতে থাকে।'
আরও পড়ুন: 'Tejas': টিকিট বিক্রির সংখ্যা শূন্য, একাধিক প্রেক্ষাগৃহে বাতিল কঙ্গনার 'তেজস' ছবির শো
হার্ডি সন্ধু সঙ্গীত জগতে অনেকদিনই বেশ পরিচিত নাম। যদিও তাঁর সঙ্গীতপ্রেমীদের মনে তিনি স্থান করে নিয়েছেন 'সোচ' নামক পাঞ্জাবী গান দিয়ে যা পরে 'এয়ারলিফট' ছবিতে রিক্রিয়েট করে ব্যবহৃত হয়। এরপর তিনি পাঞ্জাবী ছবি 'ইয়ারাঁ দা ক্যাচাপ' দিয়ে অভিনয় শুরু করেন। হিন্দি সিনে দুনিয়ায় পা রাখার আগেই তিনি অজস্র পাঞ্জাবী হিট গান উপহার দিয়েছেন অনুরাগীদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন