Adrija Roy: হাওয়ায় ভাসছেন অভিনেত্রী, দুবাইয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের স্বাদ নিচ্ছেন অদ্রিজা
Adrija Roy In Dubai: সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন অদ্রিজা। কখনও সমুদ্র সৈকত তো কখনও পাহাড়ের কোল থেকে পোস্ট করেন ছবি। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল দেখলেই চোখে পড়ে ঘুরতে যাওয়ার দুর্দান্ত সব ছবি।
কলকাতা: সম্প্রতি দুবাই (Dubai) পাড়ি দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)। ৪ জুলাই তাঁর জন্মদিন ছিল। 'বার্থডে উইক' (Birthday Week) শুরু হতেই সফর শুরু করেন অভিনেত্রী। সঙ্গে বেস্ট ফ্রেন্ড অর্পিতা। আর সেখানেই এখন একের পর এক অভিজ্ঞতা তৈরি করছেন তিনি। একাধিক ছবি, ভিডিওর মধ্যে নজর কাড়ল অভিনেত্রীর পোস্ট করা শেষ ভিডিওটি।
'জিপলাইন'-এ অভিনেত্রী
দুবাইয়ে অভিনেত্রী অদ্রিজা। কখনও জাহাজে চড়ে সমুদ্রের দৃশ্য উপভোগ করছেন। কখনও ছবি তুলছেন বুর্জ খলিফায় চড়ে। ভিন দেশেই উদযাপন করলেন ২৩ তম জন্মদিন। কিন্তু 'পিকচার অভি বাকী হ্যায়'।
বুধবার রাতের দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রথমবার 'জিপলাইনিং' (Zipline) করার ভিডিও পোস্ট করলেন। দুঃসাহসিক এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের (Adventure Sports) ভিডিও দেখে শিহরিত অনুরাগীরাও। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭০ কিমি ওপরে, ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে হাওয়ায় ভাসলেন অভিনেত্রী। অ্যাডভেঞ্চার যাত্রার আগে কেমন লাগছে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী বলেন, 'আমি একটু ভয় পাচ্ছি। তবে ভীষণ উত্তেজিত।'
View this post on Instagram
প্রসঙ্গত, সুযোগ পেলেই ব্যাগ গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন অদ্রিজা। কখনও সমুদ্র সৈকত তো কখনও পাহাড়ের কোল থেকে পোস্ট করেন ছবি। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল দেখলেই চোখে পড়ে ঘুরতে যাওয়ার দুর্দান্ত সব ছবি। আর বেশিরভাগ ট্রিপেই তাঁর সঙ্গী বেস্ট ফ্রেন্ড অর্পিতা।
আরও পড়ুন: Bonny and Koushani in Antarjaal: থ্রিলার ছবিতে 'অন্তর্জাল' বুনছেন নায়িকা কৌশানি, সঙ্গে বনিও