10 Years Of Chennai Express: 'চেন্নাই এক্সপ্রেস' ছবির ১০ বছর পার! রণবীরের সঙ্গে ভিডিও শেয়ার করে উদযাপন 'মীনাম্মা'র
Deepika Padukone: 'চেন্নাই এক্সপ্রেস' ছবি পূর্ণ করল এক দশক। আর এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুললেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট করলেন একটি 'থ্রোব্যাক' ভিডিও।
মুম্বই: ৯ অগাস্ট ২০১৩ সালে মুক্তি পায় রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত, শাহরুখ খান (Shah Rukh Khan) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত 'চেন্নাই এক্সপ্রেস' (Chennai Express)। ব্লকবাস্টার হিট এই ছবি পূর্ণ করল ১০ বছর। আর এই বিশেষ দিন উপলক্ষে 'থ্রোব্যাক' (throwback) একটি ভিডিও পোস্ট করলেন স্বামী রণবীর সিংহের (Ranveer Singh) সঙ্গে।
'চেন্নাই এক্সপ্রেস' ছবির ১ দশক পার
'চেন্নাই এক্সপ্রেস' ছবি পূর্ণ করল এক দশক। আর এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুললেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট করলেন একটি 'থ্রোব্যাক' ভিডিও। যেখানে শাহরুখ ও দীপিকার ছবির একটি বিখ্যাত সংলাপ বলতে শোনা যাচ্ছে তাঁদের।
ভিডিও পোস্ট করে ক্যাপশনে পর্দার 'মীনাম্মা' উল্লেখ করেছেন যে এই চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং ছিল তাঁর জন্য। ভিডিওয় তাঁদের সিনেমার বিখ্যাত 'বকওয়াস ডিকশনারি' সংলাপ রিক্রিয়েট করতে দেখা গেল। ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'বলা হয় একজন অভিনেতার জন্য কমেডি সবচেয়ে কঠিন ঘরানা। তাই যখন আমাকে 'চেন্নাই এক্সপ্রেস' অফার করা হয় তখন আমি জানতাম যে আমার সামনে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ আসতে চলেছে। এবং যদিও মীনাম্মাকে খুঁজে পেতে আমার একটু সময় লেগেছে, এমন একটা প্রক্রিয়া যা বেশ একাকী এবং প্রায়শই ভয়ের, আমি কৃতজ্ঞ যে আমরা এমন একটি চরিত্র তৈরি করতে সক্ষম হয়েছি যা কেবল সিনেমার সমার্থক নয়, যা আজও অব্যাহত রয়েছে। এখনও যা প্রচুর ভালবাসা পায়।'
View this post on Instagram
আরও পড়ুন: 'Oh My God 2': ফের বিপাকে 'OMG 2'! নির্মাতাদের আইনি নোটিস পাঠালেন মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত
অভিনেত্রীর পোস্টে তারকা স্বামীর মন্তব্য, 'থাঙ্গাবলি!!! কাল্ট!' ২০১৩ সালে মুক্তি পায় রোহিত শেট্টি পরিচালিত 'চেন্নাই এক্সপ্রেস'। অ্যাকশন, কমেডি, রোম্যান্সের নিখুঁত মিশেলে তৈরি এই ছবি মানুষের মন জয় করে চলেছে আজও। দক্ষিণ ভারতের চোখ ধাঁধানো লোকেশনে শ্যুট করা হয় এই ছবির। ওই একই বছরে মুক্তি পায় দীপিকা পাড়ুকোনের 'রাম লীলা' ও 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'। স্ত্রীয়ের তিন ছবির তিন ধরনের চরিত্রে অভিনয় দক্ষতার প্রশংসাও করেন রণবীর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial