এক্সপ্লোর
অবশেষে তিনবছর পর মিলল জিয়া খানের সেই ‘বিতর্কিত দোপাট্টা’

মুম্বই: অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা করেছিলেন ২০১৩ সালে। তারপর থেকে এই ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছেই। অবশেষে মিলল জিয়া খানের সেই বিতর্কিত 'দোপাট্টা', যার পরীক্ষা ছাড়া এই মামলার ফরেন্সিক রিপোর্ট অসম্পূর্ণই থেকে গেছে। আর এই 'দোপাট্টা' পাওয়া গিয়েছে কালিনার ফরেন্সিক ল্যাবোরেটরি থেকেই। প্রসঙ্গত, এই 'দোপাট্টা'র পরীক্ষা ছাড়া তদন্ত কখনওই সম্পূর্ণ হয় না। অথচ, এই পরিস্থিতিতেই জিয়ার মা রাবেয়ার দায়ের করা খুনের মামলা, কার্যত উড়িয়ে দিয়ে সিবিআই দাবি করে, জিয়া খুন নয়, আত্মহত্যা করেছে। কিন্তু সিবিআই কেন কালিনা থেকে 'দোপাট্টা' সংগ্রহ করে চণ্ডীগড়ের পরীক্ষাগারে পাঠালো না? এপ্রশ্নের জবাবে সিবিআইয়ের দাবি, তারা কালিনা ল্যাব কর্তৃপক্ষকে চিঠি লিখেছিল, কিন্ত তারা 'দোপাট্টা'টা পাঠানোর কোনও উদ্যোগই নেয়নি। সিবিআইয়ের কথার প্রসঙ্গ টেনে জিয়ার আইনজীবীর প্রশ্ন, সিবিআইয়ের চিঠির উত্তরে কালিনা পরীক্ষাগার যখন দোপাট্টা পাঠানোর কোনও উদ্যোগ নেয়নি তাহলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন সেকথা আদালতকে জানাল না?
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















