এক্সপ্লোর
Advertisement
সম্পর্ক বিচ্ছেদের পর আধ্যাত্মিক ঝোঁক, যোগে মনোনিবেশ নার্গিস ফকরির
মুম্বই: ২০১১-তে রণবীর কপূরের বিপরীতে অভিনয়ের মাধ্যমে খ্যাতি পেয়েছিলেন। চলতি বছরের শুরুতে আমেরিকান বয়ফ্রেন্ড ম্যাট আলোঞ্জোর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয় তাঁর। এরপরই তড়িঘড়ি অমাবস সিনেমার প্রোমোশনের কাজ দূরে সরিয়ে বিদেশে পাড়ি দেন নার্গিস ফকরি।
বিচ্ছেদে ব্যথিত মনের দুঃখ নিরাময়ের জন্য অভিনেত্রী আধ্যাত্মিকতার আশ্রয় নিয়েছেন বলে সম্প্রতি জানা গিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তিনি এতটাই যোগাভ্যাসে আসক্ত হয়ে পড়েছেন যে, দৈনিক প্রায় চার ঘন্টা যোগ করছেন তিনি। এ জন্য তিনি দুবাইতে গিয়েছেন। সম্পর্ক বিচ্ছেদের পরই আধ্যাত্মিকার প্রতি তাঁর এই নয়া আকর্ষণ থেকে ইঙ্গিত যে, নার্গিস ফকরি তাঁর মনের ক্ষতে মলম লাগানোর চেষ্টা করছেন।
(আলোঞ্জোর সঙ্গে নার্গিস ফকরি- আগের ছবি)
বিচ্ছেদের পরই নার্গিস ফকরি তাঁর সোশ্যাল মিডিয়া পেজ থেকে আলোঞ্জোর সমস্ত ছবি সরিয়ে দিয়েছেন। সেই জায়গায় তিনি তাঁর যোগাভ্যাসের ছবি পোস্ট শেয়ার করছেন।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, নার্গিস ফকরি এর আগে ধুম খ্যাত অভিনেতা-প্রযোজক উদয় চোপড়ার সঙ্গে ডেট করতেন। কিন্তু সেই সম্পর্কও স্থায়ী হয়নি। এখন আলোঞ্জোর সঙ্গে বিচ্ছেদের পর আধ্যাত্মিকার মধ্যে সান্ত্বনার অনুসন্ধান করছেন তিনি।
নার্গিস ফকরিকে সচিন যোশীর বিপরীতে অমাবস সিনেমায় শেষবার দেখা গিয়েছিল। ওই সিনেমা গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement