Music Video: বর্ষশেষে অনুরাগীদের জন্য নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন শ্রীমা ভট্টাচার্য
'Besh Toh Chhilam Ami': ড্রপসপ্লে অরিজিনালসের (DropsPlay Originals) পক্ষ থেকে দর্শকদের জন্য আসছে শীতকালীন উপহার। আসছে তাঁদের প্রথম প্রেমের গান 'বেশ তো ছিলাম আমি'।
কলকাতা: এবার নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattacherjee)। শীতকালে তিনি নিয়ে আসছেন নতুন মিউজিক ভিডিও। তাঁকে সেখানে বিশেষ চরিত্রে দেখতে পাওয়া যাবে। কী নাম নতুন মিউজিক ভিডিওর?
আসছে নতুন মিউজিক ভিডিও
ড্রপসপ্লে অরিজিনালসের (DropsPlay Originals) পক্ষ থেকে দর্শকদের জন্য আসছে শীতকালীন উপহার। আসছে তাঁদের প্রথম প্রেমের গান 'বেশ তো ছিলাম আমি'। ভিডিওটি মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই। সৌভিক দাস (Sauvik Das)-এর সুরে এবং রূপন মল্লিক (Rupan Mallick) পরিচালিত এই মিউজিক ভিডিওয় দেখা যাবে টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ শ্রীমা ভট্টাচার্যকে।
View this post on Instagram
মিষ্টি প্রেমের গানে বহুদিন পরে শ্রীমা ভট্টাচার্যকে (Shreema Bhattacherjee) দেখবে মানুষ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে টিজার। দর্শক তা বেশ পছন্দও করেছেন। গানটি মুক্তি পাবে চলতি বছরের শেষেই বড়দিনে। গানটি গেয়েছেন সৌভিক দাস। পরিচালনা করেছেন রূপন মল্লিক। ইতিমধ্যেই গানটির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। প্রেম, ভালবাসা, বিরহ, দুষ্টু, মিষ্টি গল্প নিয়েই এগোবে ড্রপসপ্লে অরিজিনালসের (DropsPlay Originals) প্রযোজিত নতুন এই গান 'বেশ তো ছিলাম আমি'।
পরিচালকের কথায়, 'টিজারের শুরুতেই আমরা যে শটটা দেখি, জানলার বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, শ্রীমা অঝোরে কাঁদছে। এখানে বৃষ্টির কোনও উল্লেখ স্ক্রিপ্টে ছিল না। আমাদের শ্যুটের মাঝেই হঠাৎ করে শুরু হয়ে যায় বৃষ্টি। শ্রীমাকে হঠাৎ বললাম কান্নার সিনটা বৃষ্টিতে নিতে চাই, সঙ্গে সঙ্গে রাজিও হয়ে গেল। এবং সত্যিই কয়েক সেকেন্ডের মধ্যে অন্য সিন থেকে জাম্প করে এত ইমোশানাল একটা সিন এত নিখুঁতভাবে করে দিল, সেইদিন আমি ওর পারফর্ম্যান্স দেখে 'কাট' বলতে পারিনি। প্রায় তিন মিনিট ধরে জানলায় বৃষ্টির দিকে তাকিয়ে অঝোরে কেঁদেছিল।' প্রসঙ্গত, এই ভিডিওয় অন্তঃসত্ত্বার চরিত্রেও দেখা যাবে শ্রীমাকে।