Aditi Munshi: 'বেঁচে আছি, সুস্থ আছি', মৃত্যুর 'ভুয়ো' খবর উড়িয়ে শীঘ্রই একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে ফিরছেন অদিতি মুন্সী
Aditi Munshi Health Update: 'গান নাই আর জান নাই' দুটোই এক অদিতি মুন্সীর কাছে। গলায় সংক্রমণ (vocal injury) সারিয়ে আবারও ভক্তিগীতি শোনাতে দর্শক শ্রোতাদের সামনে হাজির হতে চলেছেন শিল্পী অদিতি মুন্সী।
কলকাতা: 'আমি বেঁচে আছি, আমি ভাল আছি, আমি সুস্থ আছি, খুব তাড়াতাড়ি ফিরছিও।' কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী (Aditi Munshi) জানিয়েছিলেন তাঁর গলায় সংক্রমণ হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাই বেশ কিছু শো বাতিল করে তিনি বিশ্রাম নিয়েছিলেন। সেই খবর এবিপি লাইভ (ABP Live) দিয়েছিল আপনাদের। কিন্তু শিল্পীর এই অসুস্থতার খবর নিয়ে নাকি অনেকেই বিকৃত ভুয়ো খবরও রটিয়েছে। এমনই দাবি শিল্পীর। তবে আপাতত সুস্থ তিনি, ফিরছেন কাজে, ডিসেম্বর থেকে শুরু করবেন অনুষ্ঠান করাও।
সুস্থ অদিতি, ফিরছেন একগুচ্ছ অনুষ্ঠান নিয়ে
'গান নাই আর জান নাই' দুটোই এক অদিতি মুন্সীর কাছে। গলায় সংক্রমণ (vocal injury) সারিয়ে আবারও ভক্তিগীতি শোনাতে দর্শক শ্রোতাদের সামনে হাজির হতে চলেছেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী। জোরকদমে চলছে তারই প্রস্তুতি। আগামী ২ মাস প্রায় কুড়ি থেকে পঁচিশটি অনুষ্ঠান আছে তাঁর। ধীরে ধীরে নিজের অফিসিয়াল পেজ থেকে সেই সমস্ত অনুষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিল্পীর টিম।
এরই মধ্যে তিনি শুরু করেছেন নিয়মমাফিক প্রতিদিন সকালের রেওয়াজ, 'সঙ্গীতম'-এর ছাত্রছাত্রীদের গানের ক্লাস নেওয়া, যন্ত্রশিল্পীদের সঙ্গে প্রতিদিন চলছে রিহার্সালও। অদিতি মুন্সী তাঁর গানের অনুষ্ঠান নতুনভাবে সাজিয়ে তুলছেন দর্শকের জন্য। নতুন বাদ্যযন্ত্রের সঙ্গে আরও অনেক কিছু তিনি সংযোজন করতে চলেছেন তাঁর গানের অনুষ্ঠানে। এই বিষয়ে শিল্পীকে প্রশ্ন করা হলে অদিতি বলেন, 'গলার জন্য সাময়িক বিরতি নিয়েছিলাম ঠিকই, কিন্তু ডিসেম্বর থেকে নতুনভাবে জোর কদমে আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে হরিনামে মেতে উঠব আমরা। আমি সকল শ্রোতাদের ধন্যবাদ জানতে চাই, তাঁদের প্রার্থনা ও ঈশ্বরের আশীর্বাদে আমি আবার গানে ফিরতে চলেছি। আসলে গান ছাড়া তো আমার আর কোনও অস্তিত্ব নেই। আমি আবার আপনাদের সঙ্গে কৃষ্ণনামে মাতোয়ারা হব। আগামী ১ ডিসেম্বর থেকে মঞ্চে ফিরছি।'
আরও পড়ুন: Sourav Ganguly Biopic: পর্দায় সৌরভ? আয়ুষ্মানের কথায় কি দাদার বায়োপিক নিয়ে ইঙ্গিত?
একইসঙ্গে উদ্বেগও প্রকাশ করেছেন অদিতি। তাঁর কথায়, 'অনেক ডিজিটাল পোর্টাল আমার মৃত্যু সংবাদও প্রকাশ করেছিল গলা খারাপের খবর শুনে, তাঁদের সকলের জন্য দুঃখ প্রকাশ করছি। একটাই কথা বলব সবাইকে, আমি আছি, ভাল আছি, সুস্থ আছি, গানে আছি, প্রাণে আছি।' শিল্পীর টিমের তরফে জানানো হয়েছে ১ ডিসেম্বর আসানসোল উৎসবে অনুষ্ঠান করবেন অদিতি মুন্সী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।