এক্সপ্লোর
২০ বছর পর তামিল ছবিতে কাজল! শুরু হল শ্যুটিং

মুম্বই: ধনুষের আগামী ছবি ‘ভেলাইভিল্লা পট্টাথারি টু’-র শ্যুটিং শুরু করলেন কাজল। টুইটারে প্রথম দিনের শ্যুটিংয়ের ফাঁকের এক মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি।
Finally 1st day photoshoot! #backtotamilafter20yrs#thenewteam pic.twitter.com/xSFtj7TBZn
— Kajol (@KajolAtUN) December 17, 2016
ধনুষ ও ছবির পরিচালক সৌন্দর্যার সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে এই ছবিতে। ১৯৯৭-এ অরবিন্দ স্বামী ও প্রভুদেবার সঙ্গে সুপারহিট ‘মিনসারা কানাভু’ করেন কাজল। তারপর এটাই তাঁর দ্বিতীয় তামিল ছবি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















