Saif-Kareena Trolled: ছোট ছেলের নাম জাহাঙ্গির? তৈমুরের নাম বিতর্কের পর ফের কটাক্ষের মুখে সইফ-করিনা
এবার প্রকাশ্যে এল যে সইফ-করিনার ছোট ছেলের নাম জেহ নয়, বরং জাহাঙ্গীর । জাহাঙ্গিরকে আদর করে 'জেহ' বলে ডাকেন সইফিনা, এমনটাই দাবি।
মুম্বই: প্রথম সন্তানের নাম রেখেছিলেন তৈমুর আলি খান। ছেলের এই নামকরণের পর তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সইফ আলি খান ও করিনা কাপুর খান। তৈমুরের নাম নিয়ে নানা মতানৈক্যও তৈরি হয়েছিল। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সেই বিতর্কের পথে আর হাঁটতে চাননি নবাব দম্পতি। সন্তানের জন্মের আগেই করিনা জানিয়েছিলেন যে তৈমুরের নামকরণের সময় যে ভুল তাঁরা করেছিলেন তা আর দ্বিতীয় বার করতে চান না।
সেই মতো ছোট ছেলের জন্মের কয়েক মাস কেটে গেলেও নাম প্রকাশ্যে আনেনি কাপুর কিংবা পতৌদি পরিবারের কেউ। যদিও করিনার বাবা রণধীর কাপুর স্বীকার করেন ছোট নাতির নাম রাখা হয়েছে 'জে'। যদিও সেই নাম নিয়ে বিশেষ বিতর্ক তৈরি হয়নি। তবে এই নামের কী অর্থ তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।
কিন্তু এবার প্রকাশ্যে এল যে সইফ-করিনার ছোট ছেলের নাম জেহ নয়, বরং জাহাঙ্গীর । জাহাঙ্গিরকে আদর করে 'জেহ' বলে ডাকেন সইফিনা, এমনটাই দাবি। সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়, করিনার সদ্য প্রকাশিত বই ‘প্রেগনেন্সি বাইবেল’এ একটি ছবির ক্যাপশনে ছোট ছেলের নাম ‘জাহাঙ্গীর’ বলে উল্লেখ করেছেন অভিনেত্রী।
তবে সোমবার ইনস্টাগ্রাম লাইভে করন জোহরের সঙ্গে নিজের বইয়ের বিষয়ে কথা বলার সময়ে ছোট ছেলের নাম ‘জে’ই বলেছেন করিনা।সইফ আলি খান এবং করিনা কাপুর খানের প্রথম সন্তানের নাম নিয়ে যে পরিমাণ হইচই সোশ্যাল মিডিয়ায় হয়েছে, এমনটা আগে বা পড়ে কারওর ক্ষেত্রেই সম্ভবত দেখা যায়নি।
তৈমুরের নামকরণের ক্ষেত্রে সইফ এবং করিনার পক্ষ থেকে যদিও জবাব দেওয়া হয়েছিল তৈমুর শব্দের নাম লোহা। এবার তাই অনেক ভেবে চিন্তে দ্বিতীয় সন্তানের নাম দিয়েছেন সইফিনা। কিন্তু ছোট ছেলের নাম জাহাঙ্গির রেখেছেন এ তথ্য প্রকাশ্যে আসতেই ফের ট্রোলের মুখে পড়েছেন তারকা দম্পতি। নেটিজেনদের একাংশ সন্দেহ প্রকাশ করেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম থেকেই দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন করিনা ও সইফ।
সোশাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের মন্তব্য এবার তৃতীয় সন্তান নিয়ে তার নাম ঔরঙ্গজেব দিক সইফ-করিনা। অপর আরেকজনের কটাক্ষ মুঘল সম্রাটদের টিম বানানোর চেষ্টায় আছেন দম্পতি।