Saiyaara: অহন পাণ্ডের নতুন ছবি 'সাঁইয়ারা' ভেঙে দিতে পারে জাহ্নবী, আলিয়ার রেকর্ড?
Saiyaara News: 'ধড়ক' বা 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর মতো সিনেমা, যা স্টারকিডদের নিয়ে তৈরি হয়েছিল, সেই সমস্ত সিনেমার অ্যাডভান্স বুকিংকে পিছনে ফেলে দিয়েছেন অহন পাণ্ডের এই সিনেমা

কলকাতা: এই সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা রয়েচে । দর্শকেরাও দিন গুনছিলেন, কবে তাঁরা অহন পাণ্ডেকে বড়পর্দায় দেখতে পাবেন? অবশেষে, আগামীকাল মুক্তি পাচ্ছে নতুন ছবি 'সাঁইয়ারা' (Saiyaara) । মোহিত সুরি পরিচালিত এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখছেন অহন পাণ্ডে । সেই কারণে এই ছবি ঘিরে মানুষের উন্মাদনা রয়েছে একটু বেশিই । এই স্টারকিড কেমন পারফর্ম করেন, সেটা দেখার জন্য মানুষ ভিড় জমাবেন এমনটাই প্রত্যাশা করেছিলেন নির্মাতারা । আগামীকাল, ১৮ জুলাই মুক্তি পাচ্ছে 'সাঁইয়ারা' । কিন্তু মুক্তির আগেই, জাহ্নবী কপূর, আলিয়া ভট্টদের পিছনে ফেলে দিল এই সিনেমা! জানেন কীভাবে?
'ধড়ক' বা 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর মতো সিনেমা, যা স্টারকিডদের নিয়ে তৈরি হয়েছিল, সেই সমস্ত সিনেমার অ্যাডভান্স বুকিংকে পিছনে ফেলে দিয়েছেন অহন পাণ্ডের এই সিনেমা । জানা যাচ্ছে, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবিটি অ্যাডভান্স বুকিংয়ে ৭.৪৮ কোটির কালেকশন করতে সক্ষম হয়েছিল । সেই রেকর্ড ভেঙে দিয়েছে অহন পাণ্ডের 'সাঁইয়ারা' । এই ছবি অগ্রিম বুকিংয়ে ইতিমধ্যেই আয় করেছে ৭.৫০ কোটি । এখনও অগ্রিম বুকিং চলছে । 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভট্ট । অর্থাৎ অহন পাণ্ডে পিছনে ফেলে দিয়েছেন আলিয়া ভট্টকে । এখানেই শেষ নয়, প্রত্যাশা করা হচ্ছে, এই ছবি পার করে দিতে পারে 'ধড়ক'-এর প্রথম দিনের কালেকশন ও । 'ধড়ক' ছিল শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূরের প্রথম ছবি । 'ধড়ক' প্রথম দিনে আয় করেছিল ৮.৭১ কোটি।
'সাঁইয়ারা' বক্সঅফিসে কতটা প্রভাব ফেলতে পারে?
- সাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, 'সৈয়ারা' অগ্রিম বুকিংয়েই এখন পর্যন্ত ২৭ লক্ষেরও বেশি টিকিট বিক্রি করেছে ।
- ছবিটি মুক্তির আগেই ৬.৭৯ কোটি টাকা আয় করেছে এবং ব্লক সিট সহ এই সংখ্যাটা ৯.৮৯ কোটি টাকায় পৌঁছে গেছে ।
- কোইমইয়ের রিপোর্ট অনুযায়ী, 'সৈয়ারা' প্রথম দিন বক্স অফিসে ১০ থেকে ১২ কোটি টাকার কালেকশন করতে পারে ।
- ছবি মুক্তির আর কয়েক ঘণ্টা বাকি এবং অগ্রিম বুকিং চলছে । এমন পরিস্থিতিতে অনেক রিপোর্টে বলা হচ্ছে যে অহন পান্ডের ছবি ১৫ থেকে ২০ কোটির ওপেনিং কালেকশনও করতে পারে ।






















