এক্সপ্লোর
Advertisement
মুক্তির আগের দিনই রাধিকা অভিনীত 'পার্চড'-এর ওপর নিষেধাজ্ঞার দাবিতে পিটিশন
আমদাবাদ: আগামীকাল মুক্তি পাবে রাধিকা আপ্তে অভিনীত 'পার্চড'। তার আগের দিনই ছবিটি দেখানোয় নিষেধাজ্ঞার দাবিতে গুজরাত হাইকোর্টে দায়ের হল পিটিশন। নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়েছে, রাবারি/মালধারি সম্প্রদায়, যাঁদের পেশা গবাদি পশুর প্রজনন করানো, তাঁদের 'পার্চড'-এ খারাপভাবে দেখানো হয়েছে। এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন মাসারুভাই রাবারি।
এই পিটিশনের প্রেক্ষিতেই প্রধান বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি ভিএম পাঞ্চোলির বেঞ্চ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি), তথ্য-সম্প্রচার মন্ত্রক এবং ছবির পরিচালকের উদ্দেশ্যে ২৭ সেপ্টেম্বরের মধ্যে জবাব চেয়ে নোটিশ জারি করেছে।
আবেদনকারী বলেন, অনলাইনে ছবিটির অফিসিয়াল ট্রেলরে দেখা গিয়েছে। সেখানে বেশকিছু দৃশ্য এবং ডায়লগ আপত্তিকর। বলেন, ওই দৃশ্য তাঁদের সম্প্রদায়ের সম্মান এবং খ্যাতি ক্ষুন্ন করেছে। সিনেমার অর্ধ-নগ্ন সিন ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছে মানুষের কাছে। বিশেষ করে মহিলাদের সম্মান খর্ব করে দেখানো হয়েছে। তাঁর আরও অভিযোগ, সিনেমায় তাঁদের সম্প্রদায়কে কুরুচিপূর্ণ, আপত্তিকর এবং অমর্যাদাজনকভাবে দেখিয়েছেন পরিচালক। যা তাঁদের আবেগে আঘাত হেনেছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement