এক্সপ্লোর
Advertisement
সুস্থ থাকতে রোজ গোমূত্র পান করতেন, ফাঁস করলেন অক্ষয় কুমার
শরীর ঠিক রাখতে করলার রস, লাউয়ের জুসের মতো অনেক কিছুই এর আগে পান করার কথা জানিয়েছিলেন অক্ষয় কুমার। কিন্তু গোমূত্র পান করার কথা এই প্রথম জানালেন।
নয়াদিল্লি: তাঁকে বলিউডের অন্যতম ফিটনেস আইকন বলা হয়। মার্শাল আর্টে পারদর্শী। ক্যারাটেতে ব্ল্যাকবেল্ট রয়েছে। তবে অক্ষয় কুমারের আর একটি সিক্রেট শোরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেতা জানালেন, তিনি সুস্থ থাকতে গোমূত্র পান করতেন নিয়মিত। এক ইনস্টাগ্রাম চ্যাটে বিয়ার গ্রিলস আর হুমা কুরেশির সঙ্গে কথা প্রসঙ্গেই অক্ষয় বলে ফেলেছেন যে, তিনি রোজ গোমূত্র পান করতেন। আর সেই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় বিতর্কের মুখে বলিউডের খিলাড়ি।
শরীর ঠিক রাখতে করলার রস, লাউয়ের জুসের মতো অনেক কিছুই এর আগে পান করার কথা জানিয়েছিলেন অক্ষয় কুমার। কিন্তু গোমূত্র পান করার কথা এই প্রথম জানালেন। বিয়ার গ্রিলসকে অক্ষয় জানিয়েছেন, আয়ুর্বেদে বিশ্বাসের কারণেই গোমূত্র পান করতে তাঁর কখনও অসুবিধে হয়নি। একটা সময়ে রোজ খেতেন। আর এই কথাতেই হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
‘ইনটু দ্য ওয়ার্ল্ড উইথ বিয়ার গ্রিলস’-এ অক্ষয় কুমারকে দেখা যাবে গ্রিলসের সঙ্গে বন্য অভিযানে। সেই শোয়েই অক্ষয়ের সঙ্গে হাতির মল দেওয়া চা খাওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল দিন কয়েক আগে। সেই প্রসঙ্গেই ইনস্টাগ্রাম চ্যাটে এবার গোমূত্র পান করার কথা স্বীকার করলেন অভিনেতা। অভিনেতার এমন কথা শুনে হতবাক হুমা কুরেশি। নেটিজেনদের একাংশ অক্ষয়ের বিজেপি ঘনিষ্ঠতার প্রসঙ্গ তুলে কটাক্ষ করতেও ছাড়েনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement