Akshay Kumar Upcoming Film: তামিল ছবি 'সূরারাই পট্রু'র হিন্দি রিমেকে অক্ষয় কুমার-রাধিকা মদন, শ্যুটিং শুরু
Akshay Kumar Upcoming Film: 'সূরারাই পট্রু' সমালোচকদের দ্বারা প্রবলভাবে প্রশংসিত হয়েছিল। এই ছবিটি ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে প্রদর্শিত শীর্ষ দশটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম।
নয়াদিল্লি: দক্ষিণী ছবি 'সূরারাই পট্রু'র (Soorarai Pottru) হিন্দি সংস্করণ আসতে চলেছে। ঘোষণা হয়েছে আগেই। অভিনয়ে করবেন অক্ষয় কুমার ও রাধিকা মদন (Akshay Kumar and Radhuka Madan)।
শুরু হল শ্য়ুটিং
ফিল্ম ক্রিটিক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির কথা ঘোষণা করেন। তিনি লেখেন, 'সূরারাই পট্রু'র হিন্দি রিমেকে অক্ষয় কুমার: শ্যুটিং শুরু...'। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। সুধা কোনগারা পরিচালিত এই ছবির তামিল সংস্করণও তাঁরই তৈরি। অক্ষয় কুমারের বিপরীতে এই ছবিতে দেখা যাবে রাধিকা মদনকে।
তরণ আদর্শ ছবির প্রথম অফিসিয়াল পোস্টারও শেয়ার করেন। অক্ষয় কুমারের অবয়বের মাঝে একটা প্লেন উড়ে যেতে দেখা যাচ্ছে তাতে।
View this post on Instagram
অক্ষয় কুমারের পোস্ট
ছবির শ্যুটিং শুরুর খবর পাওয়া গেল অক্ষয় কুমারের পোস্ট থেকেও। রাধিকা মদনের হাতে নারকোল ফাটিয়ে শুভ সূচনা হয়েছে। উপস্থিত ছিলেন ছবির পরিচালকও।
View this post on Instagram
'সূরারাই পট্রু'-এর লেখা এবং চলচ্চিত্র নির্মাণের অন্যান্য প্রযুক্তিগত দিকগুলির জন্য সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। এটি ৭৮তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে প্রদর্শিত শীর্ষ দশটি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম।
আরও পড়ুন: Modern Love Mumbai: ৬ পরিচালক, ৬ প্রেমকাহিনি, আসছে 'মডার্ন লভ মুম্বই', জানুন বিস্তারিত