এক্সপ্লোর
মেয়ের জন্মদিনে এই ভিডিও পোস্ট করলেন অক্ষয় কুমার

নয়াদিল্লি: বলিউডের অক্ষয় কুমার তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে তাঁর মেয়ে নিতারাকে। নিতারার জন্মদিন উপলক্ষ্যে এই ভিডিও পোস্ট করেছেন অক্ষয়। গতকাল ২৪ সেপ্টেম্বর ছিল অক্ষয়ের মেয়ের জন্মদিন। ভিডিওতে নিতারাকে বাবার গালে শেভিং ক্রিম মাখাতে দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার করে অক্ষয় লিখেছেন, এই সময়টাই দিনের সবচেয়ে সুন্দর মুহুর্ত। আমার প্রিন্সেসের জন্মদিনে অনেক অনেক অভিনন্দন।
সোশ্যাল মিডিয়ায় এর আগেও নিজের মেয়ের ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিও অক্ষয়ের অনুরাগীরা দারুন পছন্দ করেছেন। Daddy's day out gone wrong 😬🙈😂 #ParentLife A post shared by Akshay Kumar (@akshaykumar) on
অক্ষয়ের আগামী সিনেমা ‘গোল্ড’। এক্সেল এন্টারটেনমেন্টের রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের সঙ্গে এই প্রথম দেখা যাবে অক্ষয়কে। এই সিনেমার পরিচালর রীমা কাগতি। এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে মৌনী রায়ের। আগামী বছরের প্রজাতন্ত্র দিবসে এই সিনেমা মুক্তি পাবে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















