এক্সপ্লোর
Advertisement
অক্ষয়ের স্কেচ আঁকল ছোট্ট অনুরাগী! রিট্যুইট করে অক্ষয় বললেন, 'ভালোবেসে ফেলেছি'
প্রথম স্কেচ করা শিখছে ১০ বছরের কিশোর। প্রথমবার পেন্সিল হাতে তাই আঁকতে হবে প্রিয় নায়কের মুখ। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট অনুরাগীর স্কেচ দেখে অভিভূত অক্ষয় কুমার।
মুম্বই: প্রথম স্কেচ করা শিখছে ১০ বছরের কিশোর। প্রথমবার পেন্সিল হাতে তাই আঁকতে হবে প্রিয় নায়কের মুখ। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট অনুরাগীর স্কেচ দেখে অভিভূত অক্ষয় কুমার।
কেবল রুপোলি পর্দা নয়, বাস্তব জীবনেও অনেক অনুরাগীর কাছে আদর্শ অক্ষয় কুমার। তাঁর অভিনয় থেকে ব্যক্তিত্ব, দেশপ্রেম সমস্ত বিষয়েই জনপ্রিয় অক্ষয়। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অক্ষয়। তাই অনুরাগীরা খুব সহজেই পৌঁছে যেতে পারেন প্রিয় নায়কের কাছে। এবার নিজের ১০ বছরের ছেলের আঁকা প্রথম স্কেচের ছবি ট্যুইটারের মাধ্যমে অক্ষয়ের কাছে পৌঁছে দিলেন এক অনুরাগী।
দিব্যা শর্মা নামে এক অক্ষয় অনুরাগী সম্প্রতি অক্ষয় কুমারকে ট্যাগ করে ট্যুইট করেন একটি ছবি। ছবিটি অক্ষয়ের আদলে আঁকা একটি স্কেচ। সঙ্গে ওই মহিলা লেখেন, 'স্যার এটা আমার ১০ বছরের ছেলে আদিত্য শর্মার করা প্রথম স্কেচ। আশা করি আপনার এটা ভালো লাগবে। এটা একেবারে নিখুঁত নয় কিন্তু আদিত্য যথাসম্ভব চেষ্টা করেছে। আপনি উত্তর দিলে আদিত্যর ভালো লাগবে। ধন্যবাদ।'
ট্যুইট পৌঁছায় যথাস্থানে। সেই ট্যুইটটি রিট্যুইট করে অক্ষয় লেখেন, 'এটাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার তরফ থেকে আদিত্যকে ধন্যবাদ জানাবেন প্রথম ছবি আঁকার সময় আমায় বেছে নেওয়ার জন্য। ভালোবাসা ও প্রার্থনা'
অক্ষয়ের এই উত্তর মন জয় করেছেন নেটিজেনদের। নায়ক কেবল পর্দাতেই বন্দি থাকবেন কেন? মানুষের মধ্যে মিশে যেতে পারলে তবেই তো তিনি আদর্শ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement