Alia Bhatt: ৭৭ লাখ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার আলিয়া ভট্টের প্রাক্তন ব্যক্তিগত সহায়ক
Alia Bhatt News: ২৩ জানুয়ারী আলিয়া ভট্টের মা, অভিনেতা-পরিচালক সোনি রাজদান জুহু থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে

কলকাতা: বড় অঙ্কের টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)-র প্রাক্তন ব্যক্তিগত সহায়ক । অভিযোগ, আলিয়া ভট্টের প্রাক্তন ব্যক্তিগত সহায়ক মিস ভট্টের প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড ও অভিনেত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬.৯ লাখ টাকার অনিয়ম করেছেন । অভিযুক্ত বেদিকা প্রকাশ শেট্টির বয়স মাত্র ৩২ বছর । আলিয়া ভট্টের ব্যক্তিগত সহায়ক হিসেবে কাজ করতেন তিনি ।
পুলিশ জানিয়েছে, ২০২২ থেকে ২০২৪-এর অগাস্টের মধ্যে মধ্যে ধাপে ধাপে এই জালিয়াতি করা হয়েছিল । ২৩ জানুয়ারী আলিয়া ভট্টের মা, অভিনেতা-পরিচালক সোনি রাজদান জুহু থানায় অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে । এরপর, বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার অপরাধমূলক ধারায় মামলা দায়ের করা হয় এবং পুলিশ বেদিকা শেঠির খোঁজ শুরু করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেদিকা শেট্টি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়া ভট্টের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন । ২০২১ সালে ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড সংস্থাটি লঞ্চ করেছিলেন আলিয়া । এই সংস্থার উদ্দেশ্য ছিল 'হ্যাপি ফিল্মস' তৈরি করা অর্থাৎ দর্শকদের এমন কিছু গল্প বলা যা সমস্ত সময়ে সমানভাবে প্রাসঙ্গিক, সঙ্গত আর মন ভাল করে দেবে । এই সংস্থার প্রথম ছবি ছিল 'ডার্লিং' । ছবিটির সহ প্রযোজনা করেছিল শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর সংস্থা রেড চিলিজ় এন্টারটেনমেন্ট ।
বেদিকা শেট্টির ওপর অভিযোগ, তিনি অভিনেত্রীর ২টি অ্যাকাউন্ট থেকে টাকা নয়ছয় করেছেন । প্রসঙ্গত, তিনি আলিয়া ভট্টের সংস্থার যাবতীয় আর্থিক লেনদেন, টাকা দেওয়া নেওয়ার পরিকল্পনা ও সময়ের হিসেব রাখতেন । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেদিকা আলিয়া ভট্টকে দিয়ে মিথ্যে কথা বলে সাক্ষর করিয়ে সেই টাকা তুলে নিয়েছেন ও নিজে আত্মসাৎ করেছেন । বেদিকা আলিয়াকে বুঝিয়েছিলেন, ওই খরচ হয়েছে তাঁর যাতায়াত ও অন্যান্য কিছু ব্যবস্থা করতে গিয়ে যা আদৌ সত্যি নয় ।
গোটা বিষয়টায় সন্দেহ হওয়াতে অভিনেত্রীর মা বেদিকা শেট্টির বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন থানায় । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ । বেদিকার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পাওয়ার পরেই তাঁকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ বাকি বিষয়গুলিও খতিয়ে দেখছে ।






















