Alia Bhatt: আলিয়ার নতুন ইনিংস, মা হওয়ার পরে কলম ধরলেন ছোটদের জন্য
Alia Bhatt News: অভিনয়ের পাশাপাশি, আলিয়া একটি ব্যবসাও সামলান। শিশুদের পোশাকের একটি ব্র্যান্ড রয়েছে তাঁর। এরপরে, নতুন ইনিংস শুরু করলেন তিনি
![Alia Bhatt: আলিয়ার নতুন ইনিংস, মা হওয়ার পরে কলম ধরলেন ছোটদের জন্য Alia Bhatt new book release Entertainment News Bollywood News Update Alia Bhatt: আলিয়ার নতুন ইনিংস, মা হওয়ার পরে কলম ধরলেন ছোটদের জন্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/17/61991b0c02ac1f12a2d923b9de21c22d171861939705449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অভিনয়ের পাশাপাশি নতুন ইনিংস আলিয়া ভট্টের (Alia Bhatt)। এবার ছোটদের জন্য বই লিখলেন একরত্তি রাহার মা। ফাদার্স ডে (Father's Day)-তে আলিয়া প্রকাশ্যে আনলেন, নতুন বইয়ের নাম, 'ইদ ফাইন্ডস্ আ হোম' (Ed Finds a home)। 'ইদ-এ -মাম্মা' (Ed-a-mamma)-র দুনিয়ার বিভিন্ন ঘটনা নিয়ে বিভিন্ন বই লিখবেন আলিয়া। এটিই তাঁর সিরিজের প্রথম বই।
অভিনয়ের পাশাপাশি, আলিয়া একটি ব্যবসাও সামলান। শিশুদের পোশাকের একটি ব্র্যান্ড রয়েছে তাঁর। এরপরে, নতুন ইনিংস শুরু করলেন তিনি। রবিবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বইটি প্রকাশ্যে আনেন আলিয়া। সোশ্যাল মিডিয়ায় এই বইটির ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। আলিয়া লিখছেন, 'নতুন অ্যাডভেঞ্চার শুরু হল। আমার 'ইদ-এ -মাম্মা' সিরিজের এটা প্রথম বই ,'ইদ ফাইন্ডস্ আ হোম'। আসলে আমার ছোটবেলাটা ছিল গল্পে ভর্তি। একদিন আমি যেন স্বপ্নে দেখলাম, নির্দেশ পেলাম আমার ভিতরে যে শিশু এখনও লুকিয়ে রয়েছে, তাকে বের করে আনতে। ছোটদের জন্য একটি বই লিখতে। বইটি অনলাইনে এবং যে কোনও বড় বইয়ের দোকানে আপনিও পেয়ে যেতে পারেন। নতুন সফরের জন্য ফিঙ্গার ক্রসড।'
সম্প্রতি ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন আলিয়া ভট্ট। সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি 'গেট রেডি উইথ মি' (Get Ready With Me) ভিডিও তৈরি হয়েছে যেখানে দেখা যাচ্ছে নায়িকা আলিয়া ভট্টকে। এই ভিডিও ইনস্টাগ্রামে Sameeksha Avtr নামক এক হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে যা ইতিমধ্যেই ১৭ মিলিয়ন ভিউজ় ছাড়িয়েছে। কালো চিকনকারি কুর্তি পরে, কানে দুল পরে 'গেট রেডি উইথ মি' ভিডিও করছেন আলিয়া ভট্ট? 'Sameeksha Avtr' নামক যে অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করা হয়েছে তার বায়োতে লেখা আছে, 'সমস্ত ভিডিও তৈরি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহা করে একমাত্র মনোরঞ্জনের জন্য'।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)