এক্সপ্লোর
Advertisement
'সত্যি সবসময় সত্যিই থাকে', কঙ্গনার কটাক্ষের জবাবি পোস্ট আলিয়ার?
আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'সত্যিটা সবসময় সত্যিই থাকে, তা কেউ বিশ্বাস করুক বা নাই করুক।'
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত মৃত্যুর পর থেকেই একের পর এক বিস্ফোরক দাবি করে চলেছেন কঙ্গনা রানাউত। কখনও তাঁর নিশানায় কর্ণ জোহর, কখনও মহেশ ভট্ট, কখনও আবার তাপসী পান্নু, আলিয়া ভট্ট, স্বরা ভাস্কর।
সম্প্রতি একটি সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মহেশ ভট্ট, আলিয়া ভট্টকে একহাত নেন কঙ্গনা। আর তার ঠিক পরপরই আলিয়ার ইনস্টাগ্রাম লিখলেন সত্যি ও মিথ্যে নিয়ে একটি পোস্ট। সরাসরি কারও উদ্দেশে পোস্টটি না করলেও, নেটিজেনদের ধারণা, কঙ্গনার সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতেই এই পোস্ট।
আলিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'সত্যিটা সবসময় সত্যিই থাকে, তা কেউ বিশ্বাস করুক বা নাই করুক। আর মিথ্যা, সবসময় মিথ্যাই, এমনকী সবাই সেটা বিশ্বাস করতে শুরু করলেও'
আলিয়া কি এই পোস্ট কঙ্গনাকে কটাক্ষ করেই করেছেন? তৈরি হয়েছে জল্পনা।
সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, সুশান্তের আত্মহত্যার কারণ হিসেবে তিনি যা যা দাবি করেছেন, তা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রীও ফেরত দিতে পারেন। বলিউডে মহেশ ভট্ট, কর্ণ জোহরদের কঙ্গনা কড়া ভাষায় আক্রমণ করেন আবারও। বলেন,
সুশান্তের মৃত্যুতে কেন কর্ণ জোহর, আদিত্য চোপড়া, মহেশ ভট্ট, রাজীব মাসান্দকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? প্রশ্ন তোলেন কঙ্গনা। সুশান্তকে মানসিক চাপে রাখার জন্য এই শিবিরকেই দায়ী করেন কঙ্গনা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement