এক্সপ্লোর
‘সড়ক ২’ সিনেমার সেটে দিদি পূজার সঙ্গে ছবি শেয়ার আলিয়া ভট্টর
‘সড়ক ২’ সিনেমার সেটে দিদি পূজার পাশে বসে রয়েছেন আলিয়া ভট্ট। এই ছবি আলিয়া শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

মুম্বই: ‘সড়ক ২’ সিনেমার সেটে দিদি পূজার পাশে বসে রয়েছেন আলিয়া ভট্ট। এই ছবি আলিয়া শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার ইনস্টাগ্রাম ও ট্যুইটারে এই ছবি শেয়ার করেছেন আলিয়া। ‘সড়ক ২’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে প্রত্যাবর্তন ঘটছে মহেশ ভট্টের। ১৯৯১-র জনপ্রিয় ‘সড়ক’-এর সিকোয়েল এই সিনেমা। রোমান্টিক থ্রিলার এই সিনেমায় সঞ্জয় দত্তের সঙ্গে অভিনয় করেছিলেন পূজা। ১৯৯১-এর অন্যতম হিট সিনেমা ছিল ‘সড়ক’ । গানের জন্যও এই সিনেমা খ্যাতি পেয়েছিল।
সিনেমায় মহারানির চরিত্রে পুরস্কার-জয়ী পারফরম্যান্সের জেরে দর্শকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন সদাশিব অম্রপুরকার। বলিউডে অন্যতম সেরা খলনায়কের চরিত্র বলে গণ্য হয় ওই চরিত্র। ১৯৭৬-এর মার্কিন সিনেমা ‘ট্যাক্সি ড্রাইভার’-এর ছায়া ছিল ‘সড়ক’-এ। ‘সড়ক ২’ আগামী বছরের ১০ জুলাই মুক্তি পাবে।View this post on Instagrampriceless moments with the big sister.. ☀️ #sadak2 #sadak2diaries
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















