YRF Spy Film: তিন মাস ধরে শিখতে হবে মার্শাল আর্ট, তুঙ্গে আলিয়া-শর্বরীর স্পাই থ্রিলারের প্রস্তুতি
Alia Bhatt: দুজনকেই গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে এই ছবিতে
![YRF Spy Film: তিন মাস ধরে শিখতে হবে মার্শাল আর্ট, তুঙ্গে আলিয়া-শর্বরীর স্পাই থ্রিলারের প্রস্তুতি Alia Bhatt, Sharvari to undergo 3 months of intense prep before commencing YRF spy film: Report YRF Spy Film: তিন মাস ধরে শিখতে হবে মার্শাল আর্ট, তুঙ্গে আলিয়া-শর্বরীর স্পাই থ্রিলারের প্রস্তুতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/41fa4d4b150d6c90524dbb8f5edda4c3169296802145347_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: যশরাজ ব্য়ানারের স্পাই থ্রিলার নিয়ে উন্মাদনা চড়ছিলই। তার অন্য়তম কারণ হল এটিই এই ব্য়ানারের প্রথম নারীকেন্দ্রিক ছবি। এই ছবিতে নাম ভূমিকার থাকবেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও শর্বরী (Sharvari)। দুজনকেই গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে এই ছবিতে।
তবে এবার জানা যাচ্ছে, বিশেষ ঘরানার এই ছবির জন্য় তিনমাস ধরে বিশেষ প্রশিক্ষণ নিতে হবে এই দুই অভিনেত্রীকে। এই ছবিতে প্রচুর অ্য়াকশান সিকোয়েন্স রয়েছে ফলে মার্শাল আর্টের জন্য় প্রস্তুতি নেবেন দুই অভিনেত্রী।
উল্লেখ্য়, শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খান (Salman Khan) ,হৃতিক রোশন থেকে শুরু করে বলিউডের প্রথম সারির অভিনেতারা ইতিমধ্য়েই স্পাই থ্রিলারে অভিনয় করেছেন। যশরাজ ফিল্মস তরফ থেকে জানানো হয়েছিল, আজকের তারিখে দাঁড়িতে আলিয়া (Alia Bhatt) বলিউডের অন্য়তম প্রতিভাময়ী অভিনেত্রী। তাই তাঁকেই এই ভূমিকার নেওয়া হয়েছে। পাশাপাশি শর্বরী (Sharvari) এই ছবিতে এই প্রথমবার আলিয়া ভট্টর সঙ্গে কাজ করবেন। শর্বরীকে দর্শক দেখেছিল 'বান্টি অউর বাবলি ২'তে।
আরও পড়ুন...
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়
পাশাপাশি প্রযোজক আদিত্য় চোপড়াও আলিয়া ভট্টকে নিয়ে বেশ আশাবাদী। তাঁর মতে, আলিয়াকে (Alia Bhatt) এর আগে এই ধরণের চরিত্রে দর্শক দেখেননি। তাই এই চরিত্রের অভিনবত্ব দর্শককে মুগ্ধ করবেই। তবে এই ছবির নাম কী হবে তাও এখনও ঠিক হয়নি।
ছবিতে আলিয়া ভট্ট (Alia Bhatt) ও শর্বরীর (Sharvari)মধ্যে দর্শকের কাকে ভাল লাগবে তা সময় বলবে। তবে দুই অভিনেতাই এখন নিজেদেরকে প্রস্তুত করার জন্য় ওয়ার্কশপ শুরু করে দিয়েছেন। উল্লেখ্য়, এই ছবির নাম এখনও ঠিক করা হয়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পাচ্ছে আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র (Rocky Aur Rani Ki Prem Kahani) । এই দুইয়ের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি। এছাড়াও এই ছবিতে নজর কেড়েছেন চৃর্ণী গঙ্গোপাধ্য়ায় ও টোটা রায়চৌধুরীর মত বাংলার অভিনেতারা। কর্ণ জোহর পরিচালিত এই ছবি পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে দর্শকের মনে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)