এক্সপ্লোর
Advertisement
আলিয়া আমার সমবয়সী হলেও ওঁর কাজে প্রেরণা পাই, বললেন আথিয়া শেট্টি
মুম্বই: অনুষ্কা শর্মা ও আলিয়া ভট্ট তাঁর প্রেরণা। বললেন আথিয়া শেট্টি। সুনীল শেট্টির মেয়ে জানিয়েছেন, অনুষ্কা ছবি বাছার ক্ষমতা অসাধারণ লাগে তাঁর। আর অল্প সময়ের মধ্যে আলিয়া যেভাবে বলিউডে জায়গা করে নিয়েছেন, তাতেও তিনি মুগ্ধ।
দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, বলিউডে আসতে চলেছেন সুনীল শেট্টির মেয়ে। অবশেষে একটিই ছবি করেছেন তিনি- ‘হিরো’। তাও ফ্লপ করেছে। আথিয়া জানাচ্ছেন, অনুষ্কা যেভাবে এত সুন্দর করে নিজের কেরিয়ার গড়ে তুলেছেন, তা তাঁকে প্রেরণা যোগায়। এত অল্প বয়সেই তিনি ছবি প্রযোজনা করছেন, নিজের ইচ্ছে ও বিশ্বাসমত ছবি তৈরি করছেন। উল্টোদিকে আলিয়া আথিয়ারই বয়সি। অথচ এত কম সময়েই তিনি বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। আলিয়া অত্যন্ত পরিশ্রমী বলেও আথিয়া মন্তব্য করেছেন।
আথিয়ার আগামী ছবি ‘মুবারকান’। অর্জুন কপূর ও অনিল কপূরের সঙ্গে কাজ করবেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement